মো: মোশাররফ হোসেন মনির:
কুমিল্লার মুরাদনগর উপজেলায় বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করে উপজেলা যুবলীগ।
রবিবার সকালে মুরাদনগর ডিআর সরকারী উচ্চ বিদ্যালয় মাঠ থেকে একটি র্যালি বের হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে মুরাদনগর থানা কমিউনিটি পুলিশং কার্যালয়ে গিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা যুবলীগের নেতা আরিফুল ইসলাম সাহেদের সভাপতিত্বে ও উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক রুহুল আমীনের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, কুমিল্লা উত্তর জেলা কৃষকলীগের সদস্য আক্তার হোসেন মেম্বার, কুমিল্লা উত্তর জেলা শ্রমীকলীগের যুগ্ম আহ্বায়ক আহসান হাবিব শামিম, উপজেলা স্বেচ্ছাসেবকলীগে নেতা সোহরাব হোসেন বেলালের, কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের সহ-সভাপতি জহিরুল ইসলাম জুয়েল, যুবলীগের নেতা নাসির পারভেজ, মুর্শেদ খান, উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক ফয়সাল আহম্মেদ নাহিদ, উপজেলা শ্রমীকলীগের সাধারন সম্পাদক ইকবাল কবির, তরুন লীগের সভাপতি আবুবক্কর সালাফি প্রমুখ