মাহবুব আলম আরিফ, বিশেষ প্রতিনিধিঃ
কুমিল্লার মুরাদনগরে ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে আব্দুল্লাহ নামে এক মাদ্রাসার প্রধান শিক্ষক কে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার রাতে ওই ছাত্রীর বাবার লিখিত অভিযোগের ভিত্তিতে মোবাইল ট্রেকিং এর মাধ্যমে উপজেলার যাত্রাপুর ইউনিয়নের নিজ গ্রাম সিংহারিয়া থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
অভিযুক্ত আব্দুল্লাহ (৪০) সিংহারিয়া গ্রামের মৃত রজ্জব আলীর ছেলে। সে সিংহারিয়া হযরত ফাতেমাতুজ জোহরা (রাঃ) মহিলা মাদ্রাসার প্রধান শিক্ষক।
অভিযোগ সূত্রে জানা যায়, আব্দুল্লাহ বিভিন্ন অজুহাতে ছাত্রীদেরকে মাদ্রার পাশে থাকা তার নিজ ঘরে নিয়ে যেত। প্রতিদিনের মতো ভুক্তভোগী ওই ছাত্রী মাদ্রাসায় গেলে ক্লাস রুমে জায়গার সংকট দেখিয়ে আব্দুল্লাহ তার নিজ ঘরে নিয়ে যায়। সেখানে নিয়ে গিয়ে পড়ানো এক ফাকে ওই ছাত্রীকে কাউকে না বলার ভয় দেখিয়ে শরীরের বিভিন্ন স্পর্শকাতর জায়গায় হাত দেয়।
পরে বিষয়টি জানতে পেরে বৃহস্পতিবার রাতে ওই ছাত্রীর বাবা মুরাদনগর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল বারী ইবনে জলিল বলেন, অভিভাবকের অভিযোগের ভিত্তিতে ওই শিক্ষককে গ্রেপ্তার করে শুক্রবার দুপুরে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।