মুরাদনগর বার্তা ডেস্কঃ
কুমিল্লার মুরাদনগর উপজেলার রহিমপুর হেজাজিয়া এতিমখানা বৃহস্পতিবার দুপুরে পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অভিষেক দাশ।
পরিদর্শনকালে তিনি এতিমখানায় নির্মিতব্য ডিজিটাল বহুতল ভবনের বিভিন্ন কক্ষ ঘুরে দেখেন এবং নির্মিতব্য ভবনের উন্নয়নের বিভিন্ন দিক নিয়ে আলোকপাতসহ নির্মিতব্য ভবনের নান্দনিক কারুকাজের প্রশংসা করেন।
পরে এতিম ছাত্রদের খোঁজ-খবর নেন এবং তাদের সাথে কুশল বিনিময় করেন।
এ সময় তাঁর সাথে ছিলেন উপজেলা সমাজ সেবা কর্মকর্তা কবির আহামেদ, উপ-সহকারী কৃষি কর্মকর্তা সুফি আহম্মেদ প্রমুখ। পরিদর্শন শেষে সন্তোষ প্রকাশ করে তিনি এতিমখানার তত্বাবধায়ক কাজী মোহাম্মদ লোকমানকে ধন্যবাদ জানান।
অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন শিক্ষক সমিতির কেন্দ্রিয় সাধারণ সম্পাদক গাজীউল হক চৌধুরী, উপজেলা কৃষকলীগের যুগ্ম আহবায়ক মোহাম্মদ হাসান, মুরাদনগর টিভির চেয়ারম্যান হাবিবুর রহমান, ব্যবসায়ী হাবিবুর রহমান, সাংবাদিক শামীম আহম্মেদ, বশির আহম্মেদ ডালিম, কাজিয়াতল খন্দকার অছিউদ্দিন দারুল কোরআন শিশু সদন কমপ্লেক্সের পরিচালক হাফেজ ওমর ফারুক, দিলালপুর তমিজ উদ্দিন এতিমখানার পরিচালক হাফেজ ওবায়েদ উল্লাহ, হিলফুল ফুজুল শিশু সদনের পরিচালক মোস্তাফিজুর রহমান, কুরুন্ডি চিশতিয়া এতিমখানার পরিচালক জসিম উদ্দিন, খুরুইল এতিমখানার পরিচালক এমদাদুল হক, এতিমখানা কমিটির সদস্য আক্তার হোসেন ও ময়নাল হোসেন মেম্বার প্রমুখ।