মো. হাবিবুর রহমান, বিশেষ প্রতিনিধিঃ
কুমিল্লার মুরাদনগর উপজেলার কোম্পানীগঞ্জ বাজারে শুক্রবার বিকেলে লাঙ্গল মার্কায় ভোট চেয়ে গণসংযোগ করেছেন উপজেলা জাতীয় পার্টির সভাপতি, দশম জাতীয় সংসদ নির্বাচনে মহাজোটের প্রার্থী ও আবারো মনোনয়ন প্রত্যাশি আক্তার হোসেন।
গণ-সংযোগকালে তার সাথে ছিলেন উপজেলা জাতীয় পার্টির সিনিয়র সহ-সভাপতি শাহজাহান সরকার, সহ-সভাপতি হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক চৌধুরী আবুল হোসেন, সহ-সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম, বাঙ্গরা বাজার থানা জাতীয় পার্টির সভাপতি হাবিবুর রহমান, সিনিয়র সহ-সভাপতি আব্দুল কুদ্দুস খান, সহ-সভাপতি তাজুল ইসলাম, জাপা নেতা রেজাউল সরকার, খোরশেদ আলম, সোহাগ মিয়া, আবুল বাশার, উপজেলা জাতীয় ছাত্র সমাজের সভাপতি খলিলুর রহমান ও ছাত্রনেতা সাইফুল ইসলাম প্রমুখ।
গনসংযোগকালে আক্তার হোসেন বলেন, জাতীয় পার্টি উন্নয়নের রাজনীতিতে বিশ্বাসী। হুসেইন মোহাম্মদ এরশাদ নয় বছরের শাসনামলে দেশে যে উন্নয়ন করে গেছেন তা ইতিহাসের পাতায় লেখা থাকবে। সেই উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখার জন্য ৬৮ হাজার গ্রাম বাংলার মানুষ আবারো এরশাদকে রাষ্ট্রীয় ক্ষমতায় দেখতে চায়। এক সময় মুরাদনগরে জাতীয় পার্টির ঘাঁটি ছিল। সেই পূর্বের অবস্থায় ফিরে যাওয়ার জন্য জাতীয় পার্টি নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। আমরা আশাবাদী পূর্বের সকল ভেদাভেদ ভূলে গিয়ে মুরাদনগরে জাতীয় পার্টির দূর্গ গড়ে তুলতে হবে। দলীয় নেতা-কর্মী-সমর্থকরা যদি ঐক্যবদ্ধ ভাবে কাজ করে তাহলে আসন্ন জাতীয় নির্বাচনে মুরাদনগর থেকে জাতীয় পার্টির প্রার্থী বিজয় লাভ করতে সহজ হবে।