মো: মোশাররফ হোসেন মনিরঃ
কুমিল্লা মুরাদনগর উপজেলার লাঠিয়র বিল দখল নিয়ে শরিফ হোসেন ও রেনু মিয়ার গ্রুপের মধ্যে পালটাপালটি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের প্রায় ২০ জন আহত হয়। এ ঘটনায় শরিফ হোসেন মুরাদনগর থানায় দ্রুতবিচার আইনে ১৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত নামা ৪০ জনের বিরুদ্ধে একটি মামলা করেছে। পুলিশ এ অভিযোগে ৪ জনকে আটক করে সোমবার দুপুরে কুমিল্লা জেল হাজতে পেরন করেছে।
রবিার দুপুরে উপজেলার পাচকিত্তা দড়িকান্দি গ্রামের লাঠিয়ার বিল দখল নিয়ে রাত পর্যন্ত দু’গ্রুপের মধ্যে কয়েকদফা সংঘর্ষের ঘটনা ঘটে।
আটকৃতরা হলেন, উপজেলার ধনেরকান্দি গ্রামের মৃত আ: ছামাদেও ছেলে শাহ আলী (৪০), জুরু মিয়ার ছেলে নূরুল ইসলাম (৩০), পাতালীয়াকান্দি গ্রামের কদম আলীরে ছেলে করিম (৫০) ও কাচারীকান্দিও মৃত মঙ্গল মিয়ার ছেলে জামাল হোসেন (৫০)।
আহতরা হলেন, দড়িকান্দি গ্রামের মুনাফ, হাশেম, আমজাদ হোসেন, জামাল হোসেন, পূর্ব সোনাউল্লাহ গ্রামের ধানু মিয়া, হাবিব ও মোহাম্মদ আলীসহ ২০জন আহত হয়। তাদের মধ্যে মুনাফ, হাশেম ও মোহাম্মদ আলীকে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অন্যদের অন্য হাসপাতালে ও প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার পাচকিত্তা দড়িকান্দি গ্রামের লাঠিয়ার বিল দখল নিয়ে শরিফ হোসেন ও রেনু মিয়া গ্রুপের মধ্যে অনেক দিন থেকে বিরুদ চলে আসছিল। এরই জেওে রবিার দুপুরে দু’গ্রুপের মধ্যে রাত পর্যন্ত দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। এ সমম রেনু মিয়া গ্রুপের ৪ জনকে আটক করে শরীফ গ্রুপের লোক জন পুলিশের কাছে তুলে দেয়। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ২০ থেকে ২৫ জন আহত হয়। পরে শরিফ হোসেন ১৪ জনের নাম উল্লোখসহ অজ্ঞাত ৪০ জনের নামে মুরাদনগর থানায় দ্রুত বিচার আইনে একটি মামলা করে।যার মামলা নাম্বার-১৮/২৩৩। এ ঘটনায় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।
এ বিষয়ে মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, এ ঘটনায় দ্রুত বিচার আইনে মামলা হয়েছে। ৪ জনকে আটক করে সোমবার দুপুরে কুমিল্লা জেল হাজতে প্রেরন করা হয়েছে। অন্য আসামীদের আটকের অভিযান চলছে।