এম কে আই জাবেদঃ
কুমিল্লার মুরাদনগর উপজেলায় শপথ গ্রহনের দুই দিন পূর্বে নব-নির্বাচিত জলিল মিয়া নামে এক ইউপি সদস্যর মৃত্যু হয়েছে।
শনিবার দুপুরে উপজেলার শ্রীকাইল ইউনিয়নের সাহেবনগর গ্রামের নিজ বাড়িতে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৫ বছর, তিনি ১ স্ত্রী, ৫ মেয়ে ও ২ ছেলে সন্তান রেখে গেছেন।
রবিবার সকাল ১০ টায় উপজেলার চন্দনাইল সাহেবনগর ঈদগা মাঠে মরহুমের জানাযার নামাজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
তিনি গত ৩১ জানুয়ারী ৬ষ্ঠ ধাপের অনুষ্ঠিত হয়ে যাওয়া ইউপি নির্বাচনে উপজেলার ১নং শ্রীকাইল ইউনিয়ন পরিষদের ৩নং ওয়ার্ডের (চন্দনাইল-সাহেবনগর) সাধারণ সদস্য পদে ফুটবল প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা কওে সর্বাধিক ১ হাজার ১ শত ৯৬ ভোট পেয়ে ইউপি সদস্য নির্বাচিত হয়ে ছিলেন। গত ১৪ ফেব্রুয়ারি স্থানীয় সরকার বিভাগের গেজেটে নব-নির্বাচিত ইউপি সদস্য মোঃ জলিল মিয়ার নাম প্রকাশিত হয় এবং আগামী ২৭ ফেব্রুয়ারী রোজ রবিবার উপজেলা নির্বাহী অফিসার অভিশেক দাশ নব-নির্বাচিত ২১টি ইউনিয়নের সকল সদস্যদের সাথে তিনিও শপথ গ্রহণের কথা রয়েছিল।