বেলাল উদ্দিন আহাম্মদ বিশেষ প্রতিনিধিঃ
মুরাদনগরে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদার সাথে পালিত হয়েছে। একুশের প্রথম প্রহরে শহীদ বেদীতে পুস্পস্তবক অর্পন, আলোচনা সভা ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহনকারী বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে।
সোমবার বেলা সাড়ে ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলার কবি নজরুল মিলনায়তনে আলোচনা ও পুরস্কার বিতরণী সভায় সভাপতিত্ব করেন সহকারী কমিশনার (ভূমি) সুমাইয়া মমিনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন ইউসুফ আবদুল্লাহ হারুন এমপি। আরো বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এডভোকেট আবুল কালাম আজাদ তমাল, নবীপুর পূর্ব ইউপি চেয়ারম্যান কাজী আবুল খায়ের, মুরাদনগর থানার ওসি মো:আবুল হাসিম, বাঙ্গরা বাজার থানার ওসি কামরুজ্জামান তালুকদার, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা: মোহাম্মদ আলী প্রমুখ।
পরে প্রধান অতিথি সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহনকারী বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।
এর আগে একুশের প্রথম প্রহরে শহীদ বেদীতে পুস্পস্তবক অর্পন করেন ইউসুফ আবদুল্লাহ হারুন এমপি, উপজেলা নির্বাহী কর্মকর্তা অভিষেক দাশের নেতৃত্বে উপজেলা প্রশাসন, ম. রুহুল আমিনের নেতৃত্বে কুমিল্লা উত্তর জেলা আ’লীগ, আওয়ামীলীগের অঙ্গ-সংগঠন, বিভিন্ন সামজিক সংগঠন শহীদ বেদীতে পুস্পস্তবক অর্পন করেন।