সফিকুল ইসলাম, বিশেষ প্রতিনিধিঃ
কুমিল্লার মুরাদনগর উপজেলায় শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বেলা ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে কবি নজরুল মিলনায়তনে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবদুর রহমান এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সিরাজুল ইসলাম মানিক, সমাজসেবা কর্মকর্তা বরুণ চন্দ্র দে, মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর আলম প্রমূখ।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সফিউল আলম তালুকদারের সঞ্চালনায় এসময় আরো উপস্থিত ছিলেন, পল্লী উন্নয়ন কর্মকর্তা স্বপন চন্দ্র বর্মণ, বাঙ্গরা বাজার থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রাজ্জাক, মহিলা বিষয়ক কর্মকর্তা আব্দুল আউয়াল, সহকারি পল্লী উন্নয়ন কর্মকর্তা গোলাম মোস্তফা, একাডেমিক সুপারভাইজার কোহিনুর বেগমসহ মুক্তিযোদ্ধা, শিক্ষক-শিক্ষার্থী ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।
আলোচনা সভা শেষে শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করেন উপজেলা মসজিদের ইমাম মুফতি সাদিকুর রহমান।
সফিকুল ইসলাম, বিশেষ প্রতিনিধিঃ 

















