শামীম আহম্মেদ, মুরাদনগর:
কুমিল্লার মুরাদনগর উপজেলার জাহাপুর কমলাকান্ত একাডেমি এন্ড কলেজে ভাষা শহীদদের স্মরণে নব-নির্মিত শহীদ মিনার শনিবার দুপুরে আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন ও আইসিটি ভবনের ভিত্তিপ্রস্থর স্থাপনের ফলক উম্মোচন করা হয়েছে।
এ উপলক্ষে কলেজ ক্যাম্পাসে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন এফবিসিসিআই’র সাবেক সভাপতি আলহাজ¦ ইউসুফ আবদুল্লাহ হারুন এমপি।
কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি প্রবীর কুমার সাহার সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম বিপিএম (বার) পিপিএম, উপজেলা নির্বাহী অফিসার অভিষেক দাশ।
কলেজের প্রভাষক অঞ্জন রায়ের উপস্থাপনায় উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক ম. রুহুল আমিন, সাবেক সহ-সভাপতি হানিফ সরকার, সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ হারুন আল রশিদ, জেলা পরিষদ সদস্য ভিপি জাকির হোসেন, অধ্যক্ষ আবদুল হক পাটোয়ারী, ম্যানেজিং কমিটির সদস্য মনির হোসেন। এ সময় অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন মুরাদনগর থানার ওসি একেএম মনজুর আলম, ইউপি চেয়ারম্যান একেএম সফিকুল ইসলাম, উপজেলা কৃষক লীগের আহ্বায়ক কামাল উদ্দিন খন্দকার ও উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক ফয়সাল আহাম্মেদ নাহিদ প্রমুখ।