রায়হান চৌধুরী:
কুমিল্লার মুরাদনগরে শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে পূজা উদযাপন কমিটির প্রস্তুতিমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দুপুরে উপজেরার রহিমপুর অযাচক আশ্রমে উপজেলা পূজা কমিটির প্রস্তুতিমূলক আলোচনা সভা সম্পন্ন হয়।
বাঙালির প্রাণের উৎসব, সার্বজনীন উৎসব। দুর্গাপূজা সমগ্র হিন্দুসমাজেই প্রচলিত। তবে বাঙালি হিন্দু সমাজে এটি অন্যতম বিশেষ ধর্মীয় ও সামাজিক উৎসব। বাঙালি হিন্দু সমাজে শারদীয় দুর্গোৎসবই একমাত্র উৎসব যা সার্বজনীন সামাজিক উৎসব হিসেবে আবহমানকাল ধরে বাঙালির হৃদয়ে স্থান পেয়েছে। আশ্বিন বা চৈত্র মাসের শুক্লপক্ষে দুর্গাপূজা করা হয়। আশ্বিন মাসের দুর্গাপূজা শারদীয় দুর্গাপূজা এবং চৈত্র মাসের দুর্গাপূজা বাসন্তী দুর্গাপূজা নামে পরিচিত। তবে শারদীয়া দুর্গাপূজার জনপ্রিয়তা বেশি।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা পূজা উদযাপন কমিটির প্রধান উপদেষ্টা ও রহিমপুর অযাচক আশ্রমের ডা: শ্রীমত যুগল ব্রক্ষচারী মহারাজ। তিনি কিছুদিন পূর্বে সাদা মনের মানুষ হিসেবে উপাধি পেয়েছেন।
উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক রাম প্রসাদ দেব মেম্বারের উপস্থাপনায় পূজা উদযাপন পরিষদের সভাপতি সাবেক অধ্যাপক নিত্যানন্দ রায়ের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন শ্রীকাইল কলেজের সাবেক অধ্যক্ষ শ্রী গৌরাঙ্গ পোদ্দার, সহ-সাধারণ সম্পাদক বিজন কুমার দাস, গোপাল দেব, সাহিত্যচর্চা বিষয়ক সম্পাদক স্বপন পোদ্দার, দপ্তর সম্পাদক প্রানতোষ ভৌমিক, অধ্যাপক সুনীল চন্দ্র রায়, নির্বাহী সদস্য গৌরাঙ্গ দেবনাথ, শঙ্কর চন্দ্র পাল, বিজয় চন্দ্র দেব, রতন চন্দ্র সুত্রধরসহ হিন্দুসম্প্রদায়ের আরোও অনেকেই আলোচনা সভায় উপস্থিত ছিলেন।