মুরাদনগর বার্তা ডেস্কঃ
কুমিল্লা মুরাদনগর উপজেলায় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে টিফিন বক্স বিতরন করা হয়েছে।
রবিবার সকাল সাড়ে ১১টায় ঘোড়াশাল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রঙ্গনে বিতরন করা হয়।
ঘোড়াশাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাছিমা আক্তার বেগমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারি শিক্ষা কর্মকর্তা আনোয়ার হোসে চেরধুরী।
বিদ্যালয়ের সহকারি শিক্ষক মো: বাবুল মিয়ার সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের পরিচাল পরষদের সভাপতি আব্দুল বাকি মাষ্টার, খুকি বেগম, পারুল বেগম, মর্জিনা বেগম, শাম্মী বেগম, কাউছার হোসেনসহ বিদ্যালয়ের সকল শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।