মো: মোশাররফ হোসনে মনিরঃ
কুমিল্লার মুরাদনগর উপজেলায় শিক্ষা ব্যবস্থাপনা ও উন্নয়ন বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালায় উপজেলার ২০৪টি প্রাথমিক বিদ্যালয়, ৫৪ টি মাদ্রাসা ও মাধ্যমিক উচ্চ বিদ্যালয় ও ১৩ কলেজের প্রধানরা অংশ গ্রহন করে।
শনিবার উপজেলার কোড়েরপাড় আর্দশ কলেজ মিলনায়তনে দিনব্যাপী কর্মশার আয়োজন করে কলেজের পরিচালনা পরর্ষদ।
কলেজের পরিচালনা পরর্ষদের সভাপতি ইব্রাহিম সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য ইউসুফ আব্দুল্লাহ হারুন এফসিএ।
সহকারী অধ্যাপক ওয়াহেদুজ্জামানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যামিক শিক্ষাবোর্ডে চেয়ারম্যান প্রফেসর মো; রুহুল আমিন ভূইয়া, শিক্ষা মন্ত্রনালয়ের উপ-সচিব ও পরিচালক (প্রশিক্ষন ও উন্নয়ন) মোহাম্মদ সাজেদুল ইসলাম, শিক্ষা মন্ত্রনালয়ের চীফ একাউন্টস অফিসার কাজী ফারুখ আহম্মদ, ইএলটিআইপি এন্ড টিকিউআই (ইংরেজি) ট্রেইনার মোহাম্মদ নূরে আলম সিদ্দিক, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সফিউল আলম তালুকদার, পরিচালনা পরর্ষদের সদস্য এডভোকেট হারুন অর রশিদ, এম. সামসুজ্জামান প্রমূখ।