মুরাদনগর বার্তা ডেস্কঃ
কুমিল্লার মুরাদনগরে জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে বিভিন্ন ইভেন্ট প্রতিযোগিতায় বিজয়ীদের বুধবার দুপুরে উপজেলা পরিষদের অফিসার্স কাবে সনদ ও পুরস্কার বিতরণ করা হয়।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মনসুর উদ্দিন।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রতন কুমার সরকারের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আজগর আলী ও উপজেলা একাডিমিক সুপার ভাইজার কুহিনুর বেগম।
এতে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান, শ্রেষ্ঠ শিক্ষক প্রধান, শ্রেষ্ঠ স্কাউট শিক্ষক, শ্রেষ্ঠ শ্রেণী শিক্ষক, বিভিন্ন ইভেন্টের সাংস্কৃতিক প্রতিযোগিতায় শ্রেষ্ঠ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।