শামীম আহম্মেদ, মুরাদনগরঃ
কুমিল্লার মুরাদনগরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জন্মশত বার্ষিকী ও মুজিব বর্ষ উপলক্ষে ২০৪টি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষাথর্ীদের দ্বারা তৈরী দেয়ালিকা প্রদর্শনী রোববার সন্ধ্যায় উপজেলা পরিষদের কবি নজরুল মিলনায়তনে আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন এফবিসিসিআই’র সাবেক সভাপতি আলহাজ্ব ইউসুফ আব্দুল্লাহ হারুন এমপি।
অনুষ্ঠানে সম্মানীত অতিথি ছিলেন সংরক্ষিত মহিলা আসনের এমপি আরমা দত্ত ও জেলা প্রশাসক মো. আবুল ফজল মীর।
অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি ম. রুহুল আমিন, উপজেলা চেয়ারম্যান ড. আহসানুল আলম সরকার কিশোর, উপজেলা নির্বাহী কর্মকর্তা অভিষেক দাশ, সহকারী কমিশনার (ভূমি) সাইফুল ইসলাম কমল, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি হানিফ সরকার, মুরাদনগর থানার ওসি একেএম মনজুর আলম, জেলা পরিষদ সদস্য ভিপি জাকির হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান এডভোকেট আবুল কালাম আজাদ তমাল, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য বিশ্বজিত সরকার বিষু, ইউপি চেয়ারম্যান জাকির হোসেন, উপজেলা শিক্ষা কর্মকর্তা ফওজিয়া আক্তার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সফিউল আলম তালুকদার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা পারভীন আক্তার, সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা আনোয়ার হোসেন চৌধুরী, কামারচর উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মোসলেহ উদ্দিন ও শিক্ষক সমিতির কেন্দ্রিয় সাধারণ সম্পাদক গাজীউল হক চৌধুরী প্রমুখ।