ঢাকা ০৫:৪৫ পূর্বাহ্ন, রবিবার, ০৯ নভেম্বর ২০২৫, ২৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

মুরাদনগরে শিশু আদিবার হত্যাকারীদের গ্রেফতার ও বিচার দাবীতে মানববন্ধন

মোঃ নাজিম উদ্দিন, রায়হান চৌধুরী, বিশেষ প্রতিনিধিঃ

কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন সীমানারপাড় গ্রামের ৬বছরের শিশু আদিবা জাহান মিমকে নৃশংস হত্যার প্রতিবাদ এবং ঘাতকদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী।

শিশু আদিবার ন্যায় বিচার চেয়ে রাস্তায় নেমে এসেছে বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রী, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন সহ সর্বস্তরের মানুষ।

সোমবার সকাল ১০টায় সীমানারপাড় গ্রাম থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে দৌলতপুর, বাঙ্গরা জেলা পরিষদ মার্কেট হয়ে থানার সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশ করে। এর আগে বাঙ্গরা বাজার কোম্পানীগঞ্জ-নবীনগর সড়কে মানববন্ধন করে তারা।

সমাবেশে বক্তারা অবিলম্বে শিশু আদিবা জাহান মীমের হত্যাকারীদের গ্রেফতার করতে ৪৮ঘন্টার আল্টিমেটাম দেয়। অন্যথায় বৃহৎ কর্মসূচির ঘোষণা দেয়া হবে বলেও জানান তারা।
খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়ে আরো বলেন, যথাযথ শাস্তি নিশ্চিত করা হলে কেউ অপরাধ করতে সাহস পাবে না।
সমাবেশ চলাকালে বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান সভায় উপস্থিত হয়ে দ্রুত সময়ের মধ্যে আসামিদের গ্রেফতার ও হত্যার রহস্য উদঘাটনের আশ্বাস দেন।

এসময় বক্তব্য রাখেন মুরাদনগর উপজেলা বিএনপির আহ্বায়ক মহিউদ্দিন অঞ্জন, আদিবার বাবা আবু হানিফ, মা জান্নাত আক্তার, বাঙ্গরা ইউনিয়ন যুবদলের আহ্বায়ক গাজী আবদুল বাছির, নুরুল ইসলাম নুরু মাষ্টার।
বিক্ষোভ মিছিল ও মানববন্ধনে দুই সহস্রাধিক নারীপুরুষ অংশ গ্রহন করেন।

উল্লেখঃ মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন সিমানারপাড় গ্রামের আবু হানিফের ৬বছরের শিশু কন্যা গত ২৪শে অক্টোবর শুক্রবার নিখোঁজ হয়। নিখোঁজের ৭দিন পর ৩০শে অক্টোবর পাশের বাড়ির একটি পুকুর থেকে গলায় ও হাতে রশি বাধা অবস্থায় অর্ধগলিত মরদেহটি উদ্ধার করা হয়। ঘটনায় আদিবার বাবা আবু হানিফ বাঙ্গরা বাজার থানায় হত্যা মামলা দায়ের করেছেন।

বিএনপি ক্ষমতায় আসলে নির্যাতিত নেতাকর্মীদের সম্মানী দেওয়া হবে – কায়কোবাদ

মুরাদনগরে শিশু আদিবার হত্যাকারীদের গ্রেফতার ও বিচার দাবীতে মানববন্ধন

আপডেট সময় ০৪:২৫:২৪ অপরাহ্ন, সোমবার, ৩ নভেম্বর ২০২৫

মোঃ নাজিম উদ্দিন, রায়হান চৌধুরী, বিশেষ প্রতিনিধিঃ

কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন সীমানারপাড় গ্রামের ৬বছরের শিশু আদিবা জাহান মিমকে নৃশংস হত্যার প্রতিবাদ এবং ঘাতকদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী।

শিশু আদিবার ন্যায় বিচার চেয়ে রাস্তায় নেমে এসেছে বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রী, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন সহ সর্বস্তরের মানুষ।

সোমবার সকাল ১০টায় সীমানারপাড় গ্রাম থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে দৌলতপুর, বাঙ্গরা জেলা পরিষদ মার্কেট হয়ে থানার সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশ করে। এর আগে বাঙ্গরা বাজার কোম্পানীগঞ্জ-নবীনগর সড়কে মানববন্ধন করে তারা।

সমাবেশে বক্তারা অবিলম্বে শিশু আদিবা জাহান মীমের হত্যাকারীদের গ্রেফতার করতে ৪৮ঘন্টার আল্টিমেটাম দেয়। অন্যথায় বৃহৎ কর্মসূচির ঘোষণা দেয়া হবে বলেও জানান তারা।
খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়ে আরো বলেন, যথাযথ শাস্তি নিশ্চিত করা হলে কেউ অপরাধ করতে সাহস পাবে না।
সমাবেশ চলাকালে বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান সভায় উপস্থিত হয়ে দ্রুত সময়ের মধ্যে আসামিদের গ্রেফতার ও হত্যার রহস্য উদঘাটনের আশ্বাস দেন।

এসময় বক্তব্য রাখেন মুরাদনগর উপজেলা বিএনপির আহ্বায়ক মহিউদ্দিন অঞ্জন, আদিবার বাবা আবু হানিফ, মা জান্নাত আক্তার, বাঙ্গরা ইউনিয়ন যুবদলের আহ্বায়ক গাজী আবদুল বাছির, নুরুল ইসলাম নুরু মাষ্টার।
বিক্ষোভ মিছিল ও মানববন্ধনে দুই সহস্রাধিক নারীপুরুষ অংশ গ্রহন করেন।

উল্লেখঃ মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন সিমানারপাড় গ্রামের আবু হানিফের ৬বছরের শিশু কন্যা গত ২৪শে অক্টোবর শুক্রবার নিখোঁজ হয়। নিখোঁজের ৭দিন পর ৩০শে অক্টোবর পাশের বাড়ির একটি পুকুর থেকে গলায় ও হাতে রশি বাধা অবস্থায় অর্ধগলিত মরদেহটি উদ্ধার করা হয়। ঘটনায় আদিবার বাবা আবু হানিফ বাঙ্গরা বাজার থানায় হত্যা মামলা দায়ের করেছেন।