রায়হান চৌধুরীঃ
কুমিল্লার মুরাদনগর উপজেলার কোম্পানীগঞ্জ টু নবীনগর সড়কের চাপিতলা নামক স্থানে ওমর ফারুক(২৯) নামে সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।
শনিবার বেলা বারোটার দিকে চাপিতলা এলাকায় এ ঘটনা ঘটে।
গাজী পাইপ কোম্পানির মুরাদনগর এক্সকিউটিব, রংপুর জেলার চকবরখোদা গ্রামের আব্দুল মালেক মিয়ার ছেলে।
স্থানীয়রা জানান বেলা ১২টার দিকে নবীনগর থেকে একটি মোটরবাইকের আরোহী পেছনে তার সঙ্গীকে নিয়ে কোম্পানীগঞ্জের দিকে আসছিল। অপর দিকে একটি মোটর সাইকেল আরোহী বাঙ্গরাবাজার যাচ্ছিল। এসময় মোটর সাইকেলটি আরেকটি মোটরবাইকের সাথে সজোরে ধাক্কা খেলে মোটরসাইকেল চালক ছিটকে গিয়ে বিপরীত দিক থেকে আসা ট্রাকের চাকার নিচে পড়ে। এ ঘটনায় তার শরীর রাস্তায় পিষ্ট হয়ে থেতলে যায় এবং অপর জনের গুরুতর আঘাত লাগে।
পরে স্থানীয়রা ছুটে এসে ট্রাকের নিচ থেকে তাকে উদ্ধার করে এবং পুলিশে খবর দেয়।
এ বিষয়ে বাঙ্গরাবাজার থানা অফিসার ইনচার্জ (ওসি) কামরুজ্জামান তালুকদার বলেন, পুলিশ ঘটনাস্থলে পৌছে লাশ উদ্ধার করেছে। লাশটি রাস্তার মধ্যখানে ছিল। লাশের পরিবারের কোন অভিযোগ না থাকায় বিনা ময়নাতদন্তে হস্তান্তর করা হয়েছে।