অারিফুল ইসলাম:
“তর্কে নয়, বিতর্কেই খুঁজি নকলমুক্ত পরীক্ষার পথ ও যুক্তি আমার তরুন প্রাণ তারুণ আলোর দীপ্তি” এ প্রতি প্রাতিপাধ্যকে সামনে রেখে কুমিল্লা মুরাদনগর উপজেলায় মাধ্যমিক স্তরের ৮৯ টি শিক্ষা প্রতিষ্ঠানকে নিয়ে প্রথম বারের মত সপ্তাহ ব্যাপী বাংলা বিতর্ক উৎসব শুরু হয়েছে।
রবিবার সকাল ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে এক বর্ণাঢ র্যালি ও শোভাযাত্রার মাধ্যমে এ বিতর্ক উৎসবের শুভ উদ্ভোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাসেলুল কাদের।
উপজেলার মাধ্যমিক স্তরের স্কুল ও মাদ্রাসাসহ ৮৯টি শিক্ষা প্রতিষ্ঠানকে নিয়ে ৮টি অঞ্চলে ভাগ করে, প্রতিটি অঞ্চলে ১১টি শিক্ষা প্রতিষ্ঠানের অংশ গ্রহনে ১৮ সেপ্টেম্বর থেকে ২৪ সেপ্টেম্ব পর্যন্ত এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
৮টি আঞ্চলিক এলাকার স্থান গুলো হচ্ছে, ডিআর সরকারি উচ্চ বিদ্যালয়, বাঁশকাইট পিজে উচ্চ বিদ্যালয়, জাহাপুর কেকে স্কুল এন্ড কলেজ, ভ’বনঘর নহল আ:বাতেন সরকার উচ্চ বিদ্যালয়, রামচন্দ্রপুর রামকান্ত উচ্চ বিদ্যালয়, বিষ্ণপুর উচ্চ বিদ্যালয় ও বাঙ্গরা উমালোচন উচ্চ বিদ্যালয়।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সহকারি কমিশনার (ভূমি) মোছাম্মৎ রাশেদা আক্তার, মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম বদিউজ্জামান, উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা ডাঃ মো: আব্দুর রহিম, মাধ্যমিক শিক্ষা অফিসার সফিউল আলম তালুকদার, উপজেলা সমাজ সেবা কর্মকতা মো: কবির আহামেদ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো: মমিনুল হক, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মিজানুর রহমান, কৃষি সম্প্রসারন কর্মকর্তা মমতাজ বেগম, সহকারি শিক্ষা অফিসার আনোয়ার হোসন চৌধুরী, তুহিন কান্তি দাস, নাজমুল হাসান শিকদার, কোম্পানীগঞ্জ বদিউল আলম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: মফিজ উদ্দিন, কামারচর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরিদ উদ্দিন আহম্মেদ প্রমুখ।