মুরাদনগর বার্তা ডেস্কঃ
“নারী পুরুস নির্বিশেষে, সমাজসেবা গড়বো দেশে” এ প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা করে কুমিল্লা মুরাদনগর উপজেলা প্রশাসন, উপজেলা সমাজসেবা কার্য়ালয় ও স্থানয়ি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানসমূহ।
মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ থেকে এক র্যালি বের হয়। র্যালিটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে কবি নজরুল মিলনায়তনে এসে আলোচনা সভা করে।
আলোচনা সভায় উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো: কবির আহমদের সভাপতিত্বে ও সঙবাদিক হাবীবুর রহমানের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা ডা: আব্দুর রহিম, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: আলীনূর বশির, সিনিয়র মৎস্য কর্মকর্তা মিজানুর রহমান অ:দ:, পরিবার পরিকল্পনা কর্মকর্তা মিজানুর রহমান, মুক্তিযুদ্ধ কালিন কমান্ডার মো: গিয়াস উদ্দিন, কৃষি কর্মকর্তা আল মামুন রাসেল, মহিলা বিষয়ক কর্মকতাৃ পারভিন আক্তার, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রিয় কমিটির সাধারন সম্পাদক গাজিউল হক চৌধুরী, মাও: মুস্তাফিজুর রহমান প্রমুখ।