শামীম আহম্মেদ, মুরাদনগর:
রোববারের ইসলামী মহা সম্মেলনে যোগ দিতে শনিবার বিকাল আনুমানিক ৪টায় হেলিকপ্টার যোগে করিমপুর মাঠে নেমেছেন বাংলাদেশ কওমী মাদরাসা শিক্ষা বোর্ডের (বেফাক) চেয়ারম্যান, চট্টগ্রাম হাটহাজারী আরবী বিশ্ব-বিদ্যালয়ের মহা-পরিচালক ও হেফাজতে ইসলামীর আমীর আলহাজ¦ মাওলানা শায়খুল ইসলাম আল্লামা শাহ্ আহমদ শফী। উপজেলা কওমী মাদরাসা ওলামা পরিষদের পক্ষ থেকে তাঁকে বরণ করে নেওয়া হয়েছে। এ সময় বিভিন্ন কওমী মাদরাসার প্রধানগণ উপস্থিত ছিলেন।
রোববার কুমিল্লার মুরাদনগর ডি.আর হাইস্কুল মাঠের ইসলামী মহা সম্মেলনে তিনি প্রধান মেহমান হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে। ইসলামী মহা সম্মেলনকে ঘিরে উপজেলা সদরে কওমী অনুসারীদের মধ্যে চলছে উৎসবের আমেজ।
ইসলামী মহা সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে এফবিসিসিআই’র সাবেক সভাপতি আলহাজ¦ ইউসুফ আব্দুল্লাহ হারুন এমপি।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন সিলেটের শায়েস্তাগঞ্জ নূরে মদিনা মাদরাসার অধ্যক্ষ আল্লামা নূরুল ইসলাম ওলীপুরী। বিশেষ মেহমান হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ কওমী মাদরাসা শিক্ষা বোর্ডের (বেফাক) সহ-সভাপতি আল্লামা শায়খ সাজিদুর রহমান, আল্লামা মুফতি ফয়জুল্লাহ।
অন্যান্যের মধ্যে আরো উপস্থিত থাকার কথা রয়েছে, ঢাকা সভার মারকাজুত তারবিয়াহ প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মাওলানা খালিদ সাইফুল্লাহ আইয়ূবী, কুমিল্লা কুটবাড়ীর সুধন্যপুর দারুল উলুমমাদরাসার প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মাওলানা মুফতি মুশতাকুন্নবী কাসেমী, ঢাকার দারুল উলুম রহমানিয়া মাদরাসার প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মাওলানা হাসান জামিল, চট্টগ্রাম হাটহাজারী মাদরাসার নায়েবে নাজেমে তালিমাত মাওলানা আনাস মাদানী, কুমিল্লা কাসেমুল উরুম মাদরাসার নায়েবে মুহতামিম মাওলানা আব্দুল কুদ্দুস, দেবিদ্বার গুনাইঘর বাইতুল আজগর সাত গুম্বুজ জামে মসজিদের খতিব মাওলানা গাজী ইয়াকুব আলী ওসমানী প্রমুখ। এতে সভাপতিত্ব করবেন যথাক্রমে কুমিল্লা জেলা কওমী মাদরাসা সংগঠনের সভাপতি আল্লামা নুরুল হক, মুরাদনগর জামিয়া ইসলামিয়া মুজাফ্ফারুল উলুম মাদরাসার সাইখুল হাদীস আল্লামা আব্দুল লতিফ, কুমিল্লা কাসেমুল উলুম মাদরাসার মুহতামিম আল্লামা আব্দুর রাজ্জাক ও মুরাদনগর দারুল উলুম উম্মুল কোরআন মাদরাসার প্রতিষ্ঠাতা মুহতামিম সাইখুল হাদীস মাওলানা সোলাইমান।