মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:
বীর মুক্তিযোদ্ধার সন্তান বিশিষ্ট সাংবাদিক ও বাঁশকাইট কলেজের প্রভাষক আজিজুর রহমান রনির প্রথম লেখা প্রবন্ধ সংকলন ‘শব্দের গহিনে’ বইয়ের মোড়ক উম্মোচন হয়েছে।
রবিবার ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস, বাঙালী জাতির ইতিহাসের সবচেয়ে গৌরবোজ্জ্বল দিনে কুমিল্লা-০৩ মুরাদনগর আসনের এমপি ইউছুফ আব্দুল্লাহ হারুন এফসিএ বইয়ের মোড়ক উম্মোচন করেন।
বইয়ের মোড়ক উম্মেচন অনুষ্টানে উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো.কবির আহমেদের সঞ্চালনায় ও উপজেলা নির্বাহি অফিসার রাসেলুল কাদেরের সভাপতিত্ত্বে প্রধান অতিথি ছিলেন সাবেক এফবিসিআইয়ের সভাপতি ও বর্তমান কুমিল্লা-০৩ মুরাদনগর উপজেলার সাংসদ এমপি ইউছুফ আব্দুল্লাহ হারুন এফসিএ।
বিশেষ অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান সৈয়দ আব্দুল কাইয়ুম খসরু। কুমিল্লা উত্তর জেলা আ’লীগের সহ-সভাপতি রুহুল আমিন। ভাইস চেয়ারম্যান সানআরা বেগম লুনা। উপজেলা আ’লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এড.আবুল কালাম, সাধারণ সম্পাদক বাবু পার্থ সারথী দাস, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার হরুন-অর রশিদ প্রমুখ।
বইটির বিষয় বস্তু নিয়ে কথা হলে, লেখক আজিজুর রহমান রনি বলেন, আশা করছি নতুন প্রজন্মের মগজকে বিশুদ্ধ রাখতে বইটি অনেক সহায়ক ভূমিকা রাখবে।
কুমিল্লা-০৩ মুরাদনগর আসনের এমপি ইউছুফ আব্দুল্লাহ হারুন এফসিএ বলেন, ‘শব্দের গহিনে’ বইটির লেখক আজিজুর রহমান রনি একটি কলেজে শিক্ষকতার পাশাপাশি জাতীয় দৈনিক কালের কণ্ঠ পত্রিকায় মুরাদনগর উপজেলায় সুনামের সাথে প্রতিনিধিত্য করছেন। আমি তাঁর বইটির সাফল্য কামনা করছি।