মো: নাজম উদ্দিন:
কুমিল্লা মুরাদনগর উপজেলা সদর ইউনিয়নের উত্তরপাড়া গ্রাম থেকে বশির মিয়া(৩৫) নামের এক বছরের সাজা প্রাপ্ত পলাতক আসামীকে আটক করেছে পুলিশ।
আটককৃত সাজাপ্রাপ্ত আসামী উপজেলার মুরাদনগর উত্তরপাড়া গ্রামের কালু মিয়ার ছেলে।
রবিবার রাতে তার নিজ বাড়ি থেকে আটক করে মুরাদনগর থানা পুলিশ।
জানা যায়, ২০১৬সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন মুরাদনগর থানা মামলার রায়ে এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী বশির মিয়া তার নিজ বাড়ীতে অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে মুরাদনগর থানার সহকারি পুলিশ উপ-পরিদর্শক(এএসআই) কামাল হোসেনের নেতৃত্বে একদল পুলিশ উত্তরপাড়া গ্রামে তার নিজ বাড়ীতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
মুরাদনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম বদিউজ্জামান বলেন আটককৃত সাজাপ্রাপ্ত আসামীকে গ্রেপ্তার করে সোমবার দুপুরে কুমিল্লা জেল-হাজতে প্রেরন করা হয়েছে।