শামীম আহম্মেদ:
মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে সাপে কাটা রোগীর ভ্যাকসিন না থাকায় এক মেধাবী স্কুল ছাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
নিহত স্কুল ছাত্রী মারিয়া জাহান জেরিন (১৩) যাত্রাপুর ইউনিয়নের মোচাগড়া গ্রামের আনিসুজ্জামান ওরফে দুলাল মেম্বারের মেয়ে। সে মোচাগড়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির মেধাবী ছাত্রী।
খোঁজ নিয়ে জানা যায়, মারিয়া জাহান জেরিন বৃহস্পতিবার সকাল আনুমানিক সাড়ে ৭টায় বসত ঘর থেকে পাকা কলা আনতে গেলে একটি বিষাক্ত সাপ তাকে কামড় মাড়ে। তখন তার চিৎকারে পরিবারের সদস্যরা এগিয়ে এলে তাকে সাপে কামড় দিয়েছে বলে জানায়। তখন দ্রুত তাকে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে ভ্যাকসিন না থাকায় কর্তব্যরত চিকিৎসক তাৎক্ষনিক কুমিল্লা নিয়ে যাওয়ার পরামর্শ দেয়। পরে তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে সেখানেও ভ্যাকসিন না থাকায় অন্যত্র নিয়ে যাওয়ার কথা বলে। সেখান থেকে রোগীকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় বেলা সাড়ে ৩টায় তার মৃত্যু ঘটে। তার মৃত্যুতে পরিবারসহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
মুরাদনগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডা: আলী নুর বশীর আহাম্মদ জানান, সাপের কামড়ের স্থলে যদি বেশী পরিমান দাঁতের দাগ থাকে তাহলে আমাদের হাসপাতালেই চিকিৎসা দেওয়া সম্ভব। যদি দু’টি দাগ থাকে সে ক্ষেত্রে আমরা কুমিল্লা পাঠিয়ে দেই।