মো. নাজিম উদ্দিন, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিঃ
কুমিল্লার মুরাদনগর উপজেলার শ্রীকাইল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান, ইউনিয়ন বিএনপির সভাপতি ও শ্রীকাইল কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি বাকিস মিয়া (৬২) শুক্রবার দুপুরে চন্দনাইল নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহে রাজিউন)।
তিনি দীর্ঘদিন যাবত প্যারালাইসিসসহ বিভিন্ন রোগে ভোগছিলেন বলে জানা গেছে। মৃত্যুকালে তিনি স্ত্রী ও ২ ছেলেসহ অসংখ্য শুভাকাঙ্খি এবং আত্মীয় স্বজন রেখে গেছেন।
তার মৃর্ত্যুর সংবাদে শ্রীকাইল ইউনিয়নসহ আশ-পাশের এলাকায় শোকের ছায়া নেমে আসে। আজ শনিবার সকাল ১০টায় চন্দনাইল ঈদগাহ মাঠে মরহুমের জানাযার নামাজ অনুষ্ঠিত হবে বলে শ্রীকাইল ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম সাংবাদিকদের জানিয়েছেন।
সূত্র জানায়, শুক্রবার দুপুরে নিজ বাড়িতে অসুস্থ্য হয়ে পড়লে তাকে পাশ্ববর্তী বাঞ্ছারামপুর উপজেলার রূপসদী মাহাবুব মেমোরিয়াল হাসপাতালে নিলে কর্ত্যবরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করে।