মুরাদনগর প্রতিনিধিঃ
কুমিল্লা মুরাদনগর উপজেলার কোম্পানীগঞ্জ পূর্ণিমা সিনেমা হলে দেহ ব্যবসা পরিচলনা করার অভিযোগে মালিক শহিদসহ পাঁচজনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার সকালে আটক কৃতদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
মঙ্গলবার বিকেলে সিনেমে হলে অভিযান চালিয়ে নিচতলার গোপন তিনটি কক্ষ থেকে দু’জন যুবতিসহ তাদের আটক করা হয়।
আটককৃতরা হলো, উপজেলার ত্রিশ গ্রামের মৃত্যু অলেক মিয়ার ছেলে ও মালিক শহিদ মিয়া (৪৫), একই গ্রামের শাহজাহানের ছেলে জাকির হোসেন (৩৫), দেবিদ্বার উপজেলার মির্জানগর গ্রামের শাহজাহান (৪০), দেবিদ্বার উপজেলার কংশনগর ও জাফরগঞ্জ গ্রামের দুই যুবতী।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার কোম্পানীগঞ্জ পূর্নিমা সিনেমা হলের আড়ালে স্থানীয় প্রশাসনের সহযোগিতায় মলিক শহিদের নেতৃত্বে একটি প্রভাবশালি চক্র মাদক বেচা কেনা, রমরমা দেহ ব্যবসাসহ বিভিন্ন অসামাজিক কার্যকলাপ দির্ঘ দিন চালিয়ে যাচ্ছে। এমন অভিযোগে মঙ্গলবার বিকেলে কুমিল্লা গেয়েন্দা (ডিবি) পুলিশের এসআই আসিকের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে। বুধবার দুপুরে জেল হাজতে প্রেরন করা হয়।
এ বিষয়ে কুমিল্লা জেলা গোয়েন্দা বিভাগ (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল আলম জানান, দেহ ব্যবসা পরিচালনার অভিযোগে তাদের আটক করা হয়েছে। বুধবার তাদের বিরুদ্ধে মামলা করে জেল হাজতে প্রেরন করা হয়েছে।