মুরাদনগর বার্ ডেস্ক রির্টঃ
ল্লার মুরাদনগর উপজেলায়া মতবিনিময় ও শীতবস্ত্র বিতরণ করে উপজেলা সুশীল সমাজ।
বৃহস্পতিবার দুপুরে উপজেলা সদর বাস ট্রারমিনালে এ মতবিনিময় সভা ও শীতবস্ত্র বিতরণ করা হয়।
বাংলাদেশ বেতারের সাবেক উপ-মহাপরিচালক কাজী নুরুল কবিরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য ইউসুফ আব্দুল্লাহ হারুন এফসিএ।
এএমএম মুজিবুর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ কাইয়ুম খসরু, ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম সরকার, ব্যবসায়ী শামসুল আলম জেলা পরিষদ সদস্য ও জেলা মহিলা আ’লীগের সভানেত্রী শিরিন সুলতানা, উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসেলুল কাদের, মুরাদনগর থানার র্ভাপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান, উপজেলা মাধ্যামিক শিক্ষা অফিসার রতন কুমার সাহা, প্রাথমিক শিক্ষা অফিসার এএনএম মাহবুব আলম, সদর ইউপি চেয়ারম্যান মোস্তাক আহাম্মেদ মাসুদ, অধ্যক্ষ সাদেকুল ইসলাম, অধ্যাপক কাজী তুফরিজ এটন, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রিয় কমিটির সাধারন সম্পাদক গাজী উল হক চৌধুরী, ইকবাল নিজামী প্রমুখ।