রায়হান চৌধুরী:
কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরাবাজার থানাধীন টনকী ইউনিয়নে স্বেচ্ছাশ্রমের মাধ্যমে সড়ক মেরামত করা হয়েছে।
বুধবার সকালে টনকী ইউপি অফিসের সামনের কাচাঁবাজার রিক্সা স্টেশন থেকে চৈনপুর রাস্তাটি রাস্তা মেরামত কাজে স্থানীয় যুব সমাজ নামে স্বেচ্ছাসেবী সংস্থার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্ররা অংশগ্রহণ করেন।
জানা যায়, উপজেলার টনকী ইউপি’র কাচাঁবাজার রিক্সা স্টেশন থেকে চৈনপুর রাস্তাটি খানাখন্দে ভরা। একটু বৃষ্টিতেই জলাবদ্ধতা সৃষ্টি হয়। এতে যানবাহন চালক, যাত্রী, শিক্ষক, শিক্ষার্থীসহ সাধারণ মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হয় প্রতিনিয়ত। এই রাস্তাটি সংস্কারের অভাবে দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় রয়েছে। জনগণকে এ ভোগান্তির হাত থেকে রক্ষা করতে স্থানীয় যুবকদের উদ্যোগে সেচ্ছাশ্রমে রাস্তায় ইট বিছিয়ে ও রাবিশ দিয়ে সংস্কারকাজ করা হয়। পথচারী সুমন সরকার, শিক্ষার্থী রাকিব, হাসিব, জসিম, রায়হান, হৃদয় বলেন, রাস্তাটা যানবাহন চলাচলে একদম উপযোগী না। অটোতে এলে অনেক সময় ঝাঁকিতে আমাদের সমস্যা হয়। বৃষ্টির দিনে এই রাস্তা দিয়ে চলাচল করা যায় না।
এ বিষয়ে জানতে চাইলে যুবকদের নেতৃত্বে সাইফুল ইসলাম নিরব বলেন, সাধারণ মানুষের যাতায়াতের সুবিধার্থে এ উদ্যোগ নেয়া হয়েছে। দীর্ঘদিন ধরে রাস্তাটি এই অবস্থায় থাকায় গর্ত অনেক বড় হয়ে যাচ্ছিল। এতে যানবাহনসহ সাধারণ মানুষের চলাচলে কষ্ট হচ্ছিল। তাই আমরা নিজ উদ্যোগে ও সুশীল সমাজের সহযোগিতায় এটি সংস্কার করেছি। জীবনের ঝুঁকি নিয়ে অটোরিকশায় গন্তব্যে পৌছাতে গিয়ে প্রায় সময় উল্টে গিয়ে যাত্রীরা দুর্ঘটনায় আহত হওয়ার ঘটনা অনেক হয়েছে। এই ইউনিয়নে জনগণের বিভিন্ন সমস্যা সমাধানে আমাদের সেচ্ছাশ্রমের কার্যক্রম অব্যাহত থাকবে।
এ সময় টনকী ইউপি’র রাস্তা মেরামত কাজে স্থানীয় যুবকদের আর্থিক সহযোগিতা করেছেন, টনকী ইউপি চেয়ারম্যান জাকির হোসাইন, ইউপি আ’লীগের সহ-সভাপতি শাহ-আলম সরকার, বিশিষ্ট ব্যবসায়ী ওমান প্রবাসী জসিম সরকার, ঢাকা জজকোর্ট এ্যাড: তৌফিকুল ইসলাম আমির, ইউপি আ’লীগের সাংগঠনিক সম্পাদক মোস্তফা ভূঁইয়া, বাখরনগর উচ্চ বিদ্যা নিকেতন আইসিটি শিক্ষক ইসমাইল সরকার, টনকী হানিফ সরকার উচ্চ বিদ্যালয় ইংরেজি শিক্ষক শাহ-জালাল সরকার, জুয়েল সরকার, ইউপি আ’লীগের প্রচার সম্পাদক আলি আজম,সাবেক মেম্বার শাহআলম সরকার, ইউপি’র যুবলীগ নেতা সাইফুল ইসলাম সাইদুল, আনিসুর রহমান তামিম, মামুন সরকার সোহাগ, টনকী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সুজন ভুঁইয়া, হিরা, এলিন, শুভ, শাহাজালাল, মুজাহিদসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গরা সেচ্ছাসেবায় অংশগ্রহণ করেন।