ঢাকা ০২:৫১ অপরাহ্ন, শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ২৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

মুরাদনগরে সোনাকান্দা পীরের ছেলেকে মারধরের অভিযোগ

আবুল খায়ের, বিশেষ প্রতিনিধিঃ

কুমিল্লার মুরাদনগরে সোনাকান্দা দারুল হুদা দরবার শরীফের প্রয়াত পীর আবু বকর মোহাম্মদ সামছুল হুদার চতুর্থ ছেলে শরফ উদ্দিন মোহাম্মদ হাসান পীর সাহেবকে মারধর করা হয়েছে। রোববার রাতে ওই দরবারের মাহফিল চলাকালে তাকে মারধর করে স্টেজ থেকে বের করে দেয়া হয়।

সোমবার দুপুরে ভূক্তভোগী পীর হাসান কর্তৃক বাঙ্গরা থানায় লিখিত অভিযোগ দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশ। হামলায় অভিযুক্তরা হলেন, মোহাম্মদ মাহমুদুর রহমান(৪৬), সানাউল্লাহ(৫৫), আহাম্মদ শিকদার(২৩), হোসাইন আহম্মেদ(২৪), জাহিদুল ইসলাম ওরফে ফাহিম(১৯), আব্দুস সাত্তার(২৫)।

অভিযোগে জানা যায়, ২০০৫ সালের ১৬ ফেব্রুয়ারী সোনাকান্দা দারুল হুদা দরবারের প্রয়াত পীর আবু বকর মোহাম্মদ সামছুল হুদার মৃত্যু হয়। এরপর ৭ ছেলের মধ্যে বড় হিসেবে দরবারের দায়িত্বভার নেন মাহমুদুর রহমান। নিয়মানুসারে দরবার পরিচালনায় ভাইদের মতামত এবং পিতার অংশিদারিত্ব যথাযথভাবে বন্টন করার কথা থাকলেও বর্তমান পীর এসব উপেক্ষা করে কতিপয় লোকজন নিয়ে আলাদা বলয় তৈরী করে আপন ভাইদেরকে কোনঠাসায় রাখছেন। এতে দরবারের খেলাফতের হিস্যা এবং পিতার অধিকার থেকে বঞ্চিত হচ্ছে প্রয়াত পীরের সন্তানেরা।

অভিযোগকারী হাসান বলেন, প্রতিবছর মাহফিল থেকে ১০-১২ কোটি টাকা আয় হয়। দায়িত্বরত ওই পীর দরবারের নামে অর্জিত বিপুল পরিমান টাকা দিয়ে নিজের নামে ঢাকাসহ বিভিন্নস্থানে অডেল সম্পত্তি গড়ে তুলেছেন। কৌশলে ভাইদেরকে উপেক্ষা এবং বঞ্চিত করে নিজ সন্তানদেরকে দরবারের উত্তরসুরী বানানোর পায়তারা করছেন।

এরই মাঝে ভাইদেরকে পৈতৃক সম্পত্তি এবং দরবারের অধিকার থেকে বঞ্চিত করার অভিযোগে ওই পীরের বিরুদ্ধে জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ বিভিন্ন দফতরে অভিযোগ দায়ের করা হয়েছে। প্রতিবছরের ২৭-২৮ ফেব্রুয়ারী ওই দরবারের বার্ষিক মাহফিল অনুষ্ঠিত হয়। রেওয়াজ অনুসারে বাদ মাগরিব আলোচনা ও মাহফিলে ওই দরবারের সকল উত্তরসুরী স্টেজে থাকবেন এবং মুরিদানদেরকে নসিহত করবেন। কিন্তু রোববার সন্ধ্যায় পীরের আপন ছোট ভাই শরফ উদ্দিন মোহাম্মদ হাসান মাহফিলের স্টেজে উঠলে পীর এবং তার বহিরাগত সহযোগীরা তাকে মারধর করে স্টেজ থেকে বের করে দেয়। এ সময় তাকে নিজ বাড়ীতে তালাবদ্ধ করে রাখে বলে অভিযোগ করা হয়। তবে অভিযোগ অস্বীকার করে মাহমুদুর রহমান বলেন, বহিরাগত কিছু লোকের ইন্দনে আমার ছোট ভাই হাসান পরিবার এবং দরবারের সুনাম ক্ষুন্নের কাজে লিপ্ত রয়েছে। আমরা তাকে কোন মারধর করিনি।

এ বিষয়ে বাঙ্গরা বাজার থানার ওসি কামরুজ্জামান তালুকদার বলেন, শরফ উদ্দিন মোহাম্মদ হাসান নামে একজন সোনাকান্দা পীরসহ ৬জনের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দিয়েছে, আমরা ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবো।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

মুরাদনগরে কৃষক ও উদ্যোক্তাদের দিনব্যাপী কর্মশালা

মুরাদনগরে সোনাকান্দা পীরের ছেলেকে মারধরের অভিযোগ

আপডেট সময় ০২:৫৮:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ মার্চ ২০২২

আবুল খায়ের, বিশেষ প্রতিনিধিঃ

কুমিল্লার মুরাদনগরে সোনাকান্দা দারুল হুদা দরবার শরীফের প্রয়াত পীর আবু বকর মোহাম্মদ সামছুল হুদার চতুর্থ ছেলে শরফ উদ্দিন মোহাম্মদ হাসান পীর সাহেবকে মারধর করা হয়েছে। রোববার রাতে ওই দরবারের মাহফিল চলাকালে তাকে মারধর করে স্টেজ থেকে বের করে দেয়া হয়।

সোমবার দুপুরে ভূক্তভোগী পীর হাসান কর্তৃক বাঙ্গরা থানায় লিখিত অভিযোগ দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশ। হামলায় অভিযুক্তরা হলেন, মোহাম্মদ মাহমুদুর রহমান(৪৬), সানাউল্লাহ(৫৫), আহাম্মদ শিকদার(২৩), হোসাইন আহম্মেদ(২৪), জাহিদুল ইসলাম ওরফে ফাহিম(১৯), আব্দুস সাত্তার(২৫)।

অভিযোগে জানা যায়, ২০০৫ সালের ১৬ ফেব্রুয়ারী সোনাকান্দা দারুল হুদা দরবারের প্রয়াত পীর আবু বকর মোহাম্মদ সামছুল হুদার মৃত্যু হয়। এরপর ৭ ছেলের মধ্যে বড় হিসেবে দরবারের দায়িত্বভার নেন মাহমুদুর রহমান। নিয়মানুসারে দরবার পরিচালনায় ভাইদের মতামত এবং পিতার অংশিদারিত্ব যথাযথভাবে বন্টন করার কথা থাকলেও বর্তমান পীর এসব উপেক্ষা করে কতিপয় লোকজন নিয়ে আলাদা বলয় তৈরী করে আপন ভাইদেরকে কোনঠাসায় রাখছেন। এতে দরবারের খেলাফতের হিস্যা এবং পিতার অধিকার থেকে বঞ্চিত হচ্ছে প্রয়াত পীরের সন্তানেরা।

অভিযোগকারী হাসান বলেন, প্রতিবছর মাহফিল থেকে ১০-১২ কোটি টাকা আয় হয়। দায়িত্বরত ওই পীর দরবারের নামে অর্জিত বিপুল পরিমান টাকা দিয়ে নিজের নামে ঢাকাসহ বিভিন্নস্থানে অডেল সম্পত্তি গড়ে তুলেছেন। কৌশলে ভাইদেরকে উপেক্ষা এবং বঞ্চিত করে নিজ সন্তানদেরকে দরবারের উত্তরসুরী বানানোর পায়তারা করছেন।

এরই মাঝে ভাইদেরকে পৈতৃক সম্পত্তি এবং দরবারের অধিকার থেকে বঞ্চিত করার অভিযোগে ওই পীরের বিরুদ্ধে জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ বিভিন্ন দফতরে অভিযোগ দায়ের করা হয়েছে। প্রতিবছরের ২৭-২৮ ফেব্রুয়ারী ওই দরবারের বার্ষিক মাহফিল অনুষ্ঠিত হয়। রেওয়াজ অনুসারে বাদ মাগরিব আলোচনা ও মাহফিলে ওই দরবারের সকল উত্তরসুরী স্টেজে থাকবেন এবং মুরিদানদেরকে নসিহত করবেন। কিন্তু রোববার সন্ধ্যায় পীরের আপন ছোট ভাই শরফ উদ্দিন মোহাম্মদ হাসান মাহফিলের স্টেজে উঠলে পীর এবং তার বহিরাগত সহযোগীরা তাকে মারধর করে স্টেজ থেকে বের করে দেয়। এ সময় তাকে নিজ বাড়ীতে তালাবদ্ধ করে রাখে বলে অভিযোগ করা হয়। তবে অভিযোগ অস্বীকার করে মাহমুদুর রহমান বলেন, বহিরাগত কিছু লোকের ইন্দনে আমার ছোট ভাই হাসান পরিবার এবং দরবারের সুনাম ক্ষুন্নের কাজে লিপ্ত রয়েছে। আমরা তাকে কোন মারধর করিনি।

এ বিষয়ে বাঙ্গরা বাজার থানার ওসি কামরুজ্জামান তালুকদার বলেন, শরফ উদ্দিন মোহাম্মদ হাসান নামে একজন সোনাকান্দা পীরসহ ৬জনের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দিয়েছে, আমরা ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবো।