সুমন সরকার, বিশেষ প্রতিনিধিঃ
কুমিল্লার মুরাদনগর উপজেলায় সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড এর শাখা উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে মুরাদনগর উপজেলা সদরে ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে এ শাখার উদ্বোধন করা হয়।
এর আগে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ শাখার উদ্বোধন ঘোষনা করেন সোশ্যাল ইসলামী ব্যাংকের ব্যাবস্থাপনা পরিচালক কাজী ওসমান আলী, ব্যবস্থাপনা পরিচালক আবু নাছের চৌধুরি, মো: সিরজুল ইসলাম, মো: সামসুল হক, বিভাগীয় প্রধান এম. এ মোতালেব।
মুরাদনগর শাখার নির্বাহী কর্মকর্তা কাইয়ুম সরকারের সঞ্চালনায় ও ম্যানেজার বেল্লাল হোসেনের সভাপত্বি এতে বক্তব্য রাখেন, সহকারী পুলিশ সুপার মুরাদনগর সার্কেল জাহাঙ্গীর আলম, সহকারী কমিশনার (ভূমি) সাইফুল ইসলাম কমল, মুরাদনগর থানার ওসি সাদিকুর রহমান প্রমুখ।
এ সময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন মুরাদনগর বনিক সমিতির সভাপতি আক্তার হোসেন মেম্বার, শ্রমিক লীগ নেতা আহসান হাবিব শামীম, কৃষকলীগ নেতা হেলাল উদ্দিন চৌধুরি।