ঢাকা ০৫:৪৭ অপরাহ্ন, রবিবার, ১২ জানুয়ারী ২০২৫, ২৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

মুরাদনগরে ‘স্ত্রীর পরকীয়া’ সৌদিতে ফেসবুক লাইভে এসে স্বামীর আত্মহত্যা

মুরাদনগর বার্ত ডেস্কঃ

স্ত্রীর পরকীয়া সইতে না পেরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক লাইভে এসে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন সবুজ সরকার (২৫) নামে এক প্রবাসী যুবক। মঙ্গলবার সৌদি আরবের তায়েফে Sobuj Surkar নামে ব্যক্তিগত ফেসবুক আইডিতে লাইভে এসে আত্মহত্যা করে।

নিহত সবুজ সরকার কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন টনকী ইউনিয়নের মাজুর গ্রামের মৃত জাহাঙ্গীর আলম সরকারের ছেলে।

নিহত সবুজের ফুফু বিলকিস বেগম ও চাচাতো ভাই আরিফুর রহমান মানিক দেশ রূপান্তরকে জানান, সবুজ একসময় গাড়ি চালক ছিল সেই সুবাদে পার্শ্ববর্তী বাইড়া গ্রামের এক মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। তবে এ বিষয়ে জানত না সবুজের পরিবারের লোকজন। গত ৫ বছর আগে সবুজ ভাগ্য পরিবর্তনের আসায় পাড়ি জমায় সৌদি আরবে। সেখানে যাওয়ার ৮ মাসের মাথায় প্রেমের সম্পর্ক বিয়েতে পরিণত করতে পরিবারের লোকজনকে রাজি করায় সবুজ। মোবাইল ফোনের মাধ্যমে বিয়ে সম্পন্ন হয় তাদের। বিয়ের পর দু’বছর বেশ ভালো ছিল তাদের সম্পর্ক।

তারা আরো জানান, এরই মধ্যে তার স্ত্রী বেশ কয়েকজন ছেলের সঙ্গে সম্পর্ক গড়ে তুলে। এমনকি কয়েকবার বাড়ি থেকে পালিয়ে গিয়ে ১০ থেকে ১৫ দিন বাইরে থেকে আবার বাড়ি ফিরে আসে। বিষয়টি জানার পর সবুজ তাকে ক্ষমা করে দিয়ে আবারো তার পরিবারে গিয়ে থাকার জন্য প্রস্তাব করে। সবুজ তার সকল উপার্জন স্ত্রীর হাতে তুলে দেবে এমন শর্তে সংসার করতে রাজি হয় স্ত্রী। এভাবে কেটে যায় আরো দুবছর। কিছুদিন পূর্বে আবারো উপজেলার ত্রিশ গ্রামের এক যুবকের সঙ্গে পালিয়ে যায় তার স্ত্রী। বিষয়টি কিছুতেই মেনে নিতে পারেনি সবুজ। তাই সে তার ফেসবুক লাইভে এসে আত্মহত্যা করে।  

এদিকে স্ত্রীর পরকীয়ায় স্বামীর আত্মহত্যার ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

বাঙ্গরা বাজার থানার ওসি কামরুজ্জামান তালুকদার দেশ রূপান্তরকে জানান, আত্মহত্যার বিষয়টি আমি শুনেছি, তবে পুরোপুরিভাবে এখনো জানতে পারিনি। তবে গত ৪ ডিসেম্বর সবুজের স্ত্রী তার মাকে নির্যাতন করে এমন একটি অভিযোগ পেয়েছি। বিষয়টি নিয়ে তদন্ত করা হচ্ছে। তদন্ত সাপেক্ষে দোষীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

মুরাদনগরে কৃষক ও উদ্যোক্তাদের দিনব্যাপী কর্মশালা

মুরাদনগরে ‘স্ত্রীর পরকীয়া’ সৌদিতে ফেসবুক লাইভে এসে স্বামীর আত্মহত্যা

আপডেট সময় ০২:০৩:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ ডিসেম্বর ২০২১

মুরাদনগর বার্ত ডেস্কঃ

স্ত্রীর পরকীয়া সইতে না পেরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক লাইভে এসে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন সবুজ সরকার (২৫) নামে এক প্রবাসী যুবক। মঙ্গলবার সৌদি আরবের তায়েফে Sobuj Surkar নামে ব্যক্তিগত ফেসবুক আইডিতে লাইভে এসে আত্মহত্যা করে।

নিহত সবুজ সরকার কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন টনকী ইউনিয়নের মাজুর গ্রামের মৃত জাহাঙ্গীর আলম সরকারের ছেলে।

নিহত সবুজের ফুফু বিলকিস বেগম ও চাচাতো ভাই আরিফুর রহমান মানিক দেশ রূপান্তরকে জানান, সবুজ একসময় গাড়ি চালক ছিল সেই সুবাদে পার্শ্ববর্তী বাইড়া গ্রামের এক মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। তবে এ বিষয়ে জানত না সবুজের পরিবারের লোকজন। গত ৫ বছর আগে সবুজ ভাগ্য পরিবর্তনের আসায় পাড়ি জমায় সৌদি আরবে। সেখানে যাওয়ার ৮ মাসের মাথায় প্রেমের সম্পর্ক বিয়েতে পরিণত করতে পরিবারের লোকজনকে রাজি করায় সবুজ। মোবাইল ফোনের মাধ্যমে বিয়ে সম্পন্ন হয় তাদের। বিয়ের পর দু’বছর বেশ ভালো ছিল তাদের সম্পর্ক।

তারা আরো জানান, এরই মধ্যে তার স্ত্রী বেশ কয়েকজন ছেলের সঙ্গে সম্পর্ক গড়ে তুলে। এমনকি কয়েকবার বাড়ি থেকে পালিয়ে গিয়ে ১০ থেকে ১৫ দিন বাইরে থেকে আবার বাড়ি ফিরে আসে। বিষয়টি জানার পর সবুজ তাকে ক্ষমা করে দিয়ে আবারো তার পরিবারে গিয়ে থাকার জন্য প্রস্তাব করে। সবুজ তার সকল উপার্জন স্ত্রীর হাতে তুলে দেবে এমন শর্তে সংসার করতে রাজি হয় স্ত্রী। এভাবে কেটে যায় আরো দুবছর। কিছুদিন পূর্বে আবারো উপজেলার ত্রিশ গ্রামের এক যুবকের সঙ্গে পালিয়ে যায় তার স্ত্রী। বিষয়টি কিছুতেই মেনে নিতে পারেনি সবুজ। তাই সে তার ফেসবুক লাইভে এসে আত্মহত্যা করে।  

এদিকে স্ত্রীর পরকীয়ায় স্বামীর আত্মহত্যার ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

বাঙ্গরা বাজার থানার ওসি কামরুজ্জামান তালুকদার দেশ রূপান্তরকে জানান, আত্মহত্যার বিষয়টি আমি শুনেছি, তবে পুরোপুরিভাবে এখনো জানতে পারিনি। তবে গত ৪ ডিসেম্বর সবুজের স্ত্রী তার মাকে নির্যাতন করে এমন একটি অভিযোগ পেয়েছি। বিষয়টি নিয়ে তদন্ত করা হচ্ছে। তদন্ত সাপেক্ষে দোষীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।