মুরাদনগর বার্তা ডেস্কঃ
কুমিল্লার মুরাদনগর উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থীর পোস্টার ও ব্যানার ছিড়েফেলা ও আগুনে পুড়িয়েফেলার অভিযোগ উঠেছে নৌকার প্রার্থীর বিরুদ্ধে।
সোমবার বিকেলে উপজেলার জাহাপুর ইউনিয়নে নির্বাচনি প্রচারনা কালে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী ইঞ্জিনিয়ার মোহাম্মদ সওকত আহমেদ(টেলিফোন) সাংবাদিকদের কাছে এসব অভিযোগ করেন নৌকার প্রার্থী শফিকুল ইসলামের বিরুদ্ধে।
উপজেলার জাহাপুর ইউনিয়নের নৌকার প্রার্থী শফিকুল ইসলামের নিজ গ্রাম সাতমোড়া, শুশুন্ডা এবং পায়ব গ্রামে অসংখ্য পুস্টার ও ব্যানার ছিড়ে ফেলে দুর্বৃত্তরা। এলাকার জনপ্রিয় প্রার্থী সওকত আহমেদ কোন রাজনৈতিক দলের সদস্য নয়। তিনি একজন মানবাধিকার কর্মী এবং ব্যবসায়ী।
স্বতন্ত্র প্রার্থী সওকত আরো বলেন, প্রশাসন এবং নির্বাচন কমিশনের দেয়া সুষ্ঠ ভোটের প্রতিশ্রুতির প্রেক্ষিতে আমি মুরাদনগর উপজেলার জাহাপুর ইউপির চেয়ারম্যান প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ গ্রহন করি। কিন্তু প্রচার-প্রচারণার প্রথম দিন থেকেই প্রতিপক্ষ আওয়ামী লীগ প্রার্থীর কর্মী-সমর্থকরা আমার কর্মীদেরকে হুমকি-ধামকি প্রদান করছে। এছাড়া বিভিন্ন সময় আমার গণসংযোগে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। এরই অংশ হিসেবে রোববার রাতে ইউনিয়নের সাতমোড়া, শুশুন্ডা এবং পায়ব গ্রামে যত পোস্টার-ব্যানার ছিল সব গুলো ছিড়ে ও আগুনে পুড়ে ফেলা হয়েছে। আমি বিষয়টি নিয়ে জেলা প্রশাসক, পুলিশ সুপার, জেলা নির্বাচন কমিশনার, রিটার্নিং কর্মকর্তা সহ নির্বাচন সংশ্লিষ্ট সকলের দৃষ্টি আকর্ষণ করছি। আমি চাই নির্বাচন যেন সুস্থ অবাধ নিরপেক্ষ হয়। জনসাধারণ যেন সুষ্ঠভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে।
অভিযোগক্ত নৌকার প্রার্থী সফিকুল ইসলাম সমস্থ অভিযোগ অস্বীকার করে বলেন, রাতের অন্ধকারে কে বা কারা পোস্টার ছিড়েছে তা আমার জানা নেই। অনেক স্থানে আমার (নৌকা)’র পোস্টার ছিড়ে ফেলছে।
এ বিষয়ে রিটার্নিং কর্মকর্তা মাসুদ আহমেদ শিকদার বলেন, লিখিত অভিযোগ পেলে করলে তদন্ত কওে প্রয়োজনিয় ব্যাবস্থা গ্রহন করা হবে।