রায়হান চৌধুরী, স্টাফ রির্পোটার, মুরাদনগরঃ
কুমিল্লা মুরাদনগর উপজেলায় সড়ক দূর্ঘটনায় খামার গ্রাম ইসলামীয়া আলীম মাদ্রাসার নবম শ্রেণীর ছাত্রী পপি আক্তারের (১৪) মৃত্যু হয়। এ ঘটনায় কোম্পানীগঞ্জ-নবীনগর সড়ক শিক্ষার্থীরা অবরুদ্ধ করে রাখে। পরে পুলিশ এসে সড়কে গাড়ি চলাচল সাবাবিক করে।
শনিবার সকাল সাড়ে ৯টায় কেম্পানীগঞ্জ-নবীনগর সড়কের উপজেলার খামার গ্রাম মাদ্রাসার সামে এ দূর্ঘটনা ঘটে।
দূর্ঘটনায় মৃত্যু পপি আক্তার উপজেলার বাঙ্গরা পূর্ব পাড়া গ্রামের আব্দুল মতিন মিয়ার মেয়ে।
জানা যায়, উপজেলার গ্রামর গ্রাম ইসলামীয়া মাদ্রাসা থেকে শনিবার সকাল সাড়ে ৯টায় বের হয়ে সামনের কোম্পানীগঞ্জ-নবীনগর সড়ক পার হওয়ার সময় নবীনগর গামী একটি মালবাহী পিকাপভ্যান চাপা দিলে ঘটনার স্থলে পপির মৃত্যু হয়। পরে শিক্ষার্থীরা সড়কটি অবরুদ্ধ করে রাখলে বাঙ্গরা বাজার থানার এসআই মাহমুদুল হাছান রুবেল ঘটনার স্থলে এস যান চলাচল সবাবিক করে। পুলিশ ঘাতক পিকাপভ্যানটিকে আটক করলেও ড্রাইবারকে আটক করতে পারেনি।
এ বিষয়ে বাঙ্গরা বাজার থানার এসআই মাহমুদুল হাছান রুবেল জানান, গাড়ীটিকে আটক করা হয়েছে। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে। লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।