মো: সুমন সরকারঃ
কুমিল্লার মুরাদনগরে সাইদুর হত্যা মামলার অন্যতম আসামী খোরশেদ আলমকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার সকালে ঢাকার সাভার এলাকা থেকে বাঙ্গরা বাজার থানা পুলিশ তাকে গ্রেফতার করে।
খোরশেদ(৩৫)উপজেলার শ্রীকাইল গ্রামের মৃত মুন্নাফ মিয়ার ছেলে।
পুলিশ জানায়, গত বছর ২৭ জুন জমি সংক্রান্ত ও পারিবারিক বিরোধের জের ধরে বাঙ্গরা বাজার থানা এলাকার শ্রীকাইল গ্রামের সাইদুর রহমান কে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয়। এসময় নিহতের ভাই মোবারক হোসেনকেও কুপিয়ে গুরুতর জখম করে সন্ত্রাসীরা। পরে এঘটনায় জড়িত ১২ জনের নামে মামলা করে ভূক্তভোগী পরিবার। হত্যাকান্ডের পর আত্মগোপন করে আসামীরা। পরে গোপন সংবাদের ভিত্তিতে মামলার অন্যতম আসামী খোরশেদ আলমকে সাভার থেকে গ্রেফতার করা হয়।
বাঙ্গরা বাজার থানার এসআই নুরুল আলম জানান, আসামী অনেক ধূর্ত দীর্ঘদিন আত্মগোপন করে সাভার এলাকার একটি গার্মেন্টসে চাকরি করছিলো। গোপন খবর পেয়ে গার্মেন্টস কর্মীর ছদ্মবেশে দুদিন অবস্থানের পর সাইদুর হত্যা মামলার অন্যতম আসামী খোরশেদ আলমকে গ্রেপ্তার করতে সক্ষম হই।