মো: মোশাররফ হোসেন মনিরঃ
২৭ জানুয়ারী, সন্ধ্যা ৫টা ৩০ মিনিট। কুমিল্লা মুরাদনগর উপজেলায় অবস্থিত জাহাপুর কমলাকান্ত একাডেমি এন্ড কলেজ মাঠ কানায় কানায় পূর্ণ দর্শকে। অপেক্ষা জনপ্রিয় ও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ফোকশিল্পী সংসদ সদস্য মমতাজ বেগমের জন্য। জাহাপুর কমলাকান্ত একাডেমি এন্ড কলেজের শতবর্ষ উদযাপন উপলক্ষে সাংস্কৃতিক সন্ধ্যায় অতিথি শিল্পি হিসেবে গাইবে মমতাজ তার ব্যান্ডদল। মাঠে প্রায় ৫ হাজার মর্শক প্রহর গুনছেন কখন মমতাজ আসবে।
সন্ধ্যা সাড়ে ৬টায় সঞ্চালক ঘোষনা দিলেন, আর অল্প কিছুক্ষনের মধ্যেই মমতাজ বেগম গান গাইতে আসবেন। ঘোষনা শোনার সাথে সাথেই দর্শকদের আনন্দের তুমুল চিৎকার।
মমতাজকে মঞ্চে পেয়ে দর্শক করতালি দিয়ে জানালেন তার গানের সাড়া দিতে প্রস্তুত। এরপর এক একে গাইলেন নিজের দর্শকদের পছন্দের জনপ্রিয় গান “পাঙ্খা”, “মায়ের গান”, “খাজা বাবা”, “লোকাল বাস”, “বিচ্ছেদ” ইত্যাদি।
গর্ভনিং বর্ডির সভাপতি প্রবীর কুমার শাহার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথ ছিলেন কুমিল্লা-৩ মুরাদনগর আসনের সংসদ সদস্য আলহাজ্ ইউসুফ আব্দুলহ হারুন।
বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা-২ (হোমনা-তিতাস) সংসদ সদস্য আমির হোসেন ভূইয়া, এশিয়া টিভির চেয়ারম্যান হারুন উর রশিদ, হোমনা উপজেলা আ’লীগের সভাপতি অধ্যক্ষ আব্দুল মজিদ, হযরত শাহ জালাল বিমান বন্দরের সাবেক পরিচালক মো: সিদ্দিকুর রহমান মোল্লা, মুরাদনগর উপজেলা চেয়ারম্যান সৈয়দ আব্দুল কাইয়ূম খসরু, প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য প্রকৌশলি বাবু জনেশ চন্দ্র রায়, জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগের সাবেক প্রধান প্রকৌশলি এসএকেএম সফিক, ওয়াসার সাবেক তত্ত্বাবধায় প্রকৌশলি মো: দেলোয়ার হোসেন, ঢাকা ওয়াসার সিবিএ নেতা জালাল উদ্দিন ঢাকা দক্ষিণ যুবলীগের সাধারণ সম্পাদক ওয়াহেদুল আলম আরিফ ভূইয়া, কুমিল্লা জেলা পরিষদের সদস্য খাইরুল আলম সাধন, মুরাদনগর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান সানোয়ারা বেগম লুনা, জাহাপুর ইউপির সাবেক চেয়ারম্যান সৈয়দ তৌফিক আহম্মেদ, চেয়ারম্যান একেএম সফিকুল ইসলাম, কলাকান্দি ইউপির চেয়ারম্যান হাবিবুল্লাহ বাহার, ব্যবসায়ী হাজী নাছির উদ্দিন প্রমুখ।