ঢাকা ০১:৫৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

মুরাদনগরে হাদি হত্যার বিচার দাবিতে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি

কাজী আরিফুজ্জামান, মুরাদনগরঃ

কুমিল্লার মুরাদনগরে উপজেলায় ‘বিপ্লবী ছাত্র জনতা’র ব্যানারে হাদি হত্যার বিচার ও আসামিদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১১ জানুয়ারি) বিকেলে মুরাদনগর ডি আর সরকারি হাই স্কুল মাঠ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আল্লাহ চত্বরে এসে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্য রাখেন ইমরান সরকার, বাইজিদ সরকার রুদ্র ও জানে আলম। বক্তারা বলেন, শহীদ হাদি হত্যার সুষ্ঠু ও নিরপেক্ষ বিচার নিশ্চিত করতে হবে এবং দ্রুত সব আসামিকে গ্রেপ্তার করতে হবে। তারা প্রশ্ন তুলে বলেন, “অন্তর্বর্তীকালীন সরকার কী করছে? এখনো কেন হাদি হত্যাকারীদের গ্রেপ্তার করা যাচ্ছে না?” অবিলম্বে গ্রেপ্তার ও ন্যায়বিচার নিশ্চিত না হলে কঠোর কর্মসূচি দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তারা।

ইমরান সরকার জানান, আজ সন্ধ্যা পর্যন্ত অবস্থান কর্মসূচি চলবে। পরিস্থিতির অগ্রগতির ওপর ভিত্তি করে পরবর্তী কর্মসূচির ঘোষণা দেওয়া হবে।

এ সময় আরও উপস্থিত ছিলেন তাওহিদ আহমেদ তুহিন, নাসিমুল আল তামিম, আশিক খান, সাজ্জাদ খান শান্ত, শিহাব আহমেদ, মেহরাজ মাহিন, সিয়াম সরকার ও ইয়ামিন সরকারসহ বিপ্লবী ছাত্র জনতার নেতাকর্মীরা।

জনপ্রিয় সংবাদ

প্রধান উপদেষ্টার সঙ্গে সপরিবারে তারেক রহমানের সাক্ষাৎ

মুরাদনগরে হাদি হত্যার বিচার দাবিতে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি

আপডেট সময় ০৪:৫৭:১৭ অপরাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬

কাজী আরিফুজ্জামান, মুরাদনগরঃ

কুমিল্লার মুরাদনগরে উপজেলায় ‘বিপ্লবী ছাত্র জনতা’র ব্যানারে হাদি হত্যার বিচার ও আসামিদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১১ জানুয়ারি) বিকেলে মুরাদনগর ডি আর সরকারি হাই স্কুল মাঠ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আল্লাহ চত্বরে এসে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্য রাখেন ইমরান সরকার, বাইজিদ সরকার রুদ্র ও জানে আলম। বক্তারা বলেন, শহীদ হাদি হত্যার সুষ্ঠু ও নিরপেক্ষ বিচার নিশ্চিত করতে হবে এবং দ্রুত সব আসামিকে গ্রেপ্তার করতে হবে। তারা প্রশ্ন তুলে বলেন, “অন্তর্বর্তীকালীন সরকার কী করছে? এখনো কেন হাদি হত্যাকারীদের গ্রেপ্তার করা যাচ্ছে না?” অবিলম্বে গ্রেপ্তার ও ন্যায়বিচার নিশ্চিত না হলে কঠোর কর্মসূচি দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তারা।

ইমরান সরকার জানান, আজ সন্ধ্যা পর্যন্ত অবস্থান কর্মসূচি চলবে। পরিস্থিতির অগ্রগতির ওপর ভিত্তি করে পরবর্তী কর্মসূচির ঘোষণা দেওয়া হবে।

এ সময় আরও উপস্থিত ছিলেন তাওহিদ আহমেদ তুহিন, নাসিমুল আল তামিম, আশিক খান, সাজ্জাদ খান শান্ত, শিহাব আহমেদ, মেহরাজ মাহিন, সিয়াম সরকার ও ইয়ামিন সরকারসহ বিপ্লবী ছাত্র জনতার নেতাকর্মীরা।