মোঃ নাজিম উদ্দিন, বিশেষ প্রতিনিধি
কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন হায়দরাবাদ বাজার থেকে শনিবার (২৩ জুলাই) রাত ৮টায় ১লক্ষ ৩৯হাজার টাকা মূল্যের জাল নোটসহ মোকলেস(২৬) নামের এক যুবককে আটক করেছে বাঙ্গরা বাজার থানা পুলিশ।
আটককৃত জালনোট ব্যবসায়ী মোকলেস উপজেলার আন্দিকোট ইউনিয়নের হায়দরাবাদ গ্রামের ধনু মিয়ার ছেলে।
পুলিশ সুত্রে জানা যায়, বিপুল পরিমান জাল টাকাসহ ১যুবক হায়দরাবাদ বাজারে অবস্থান করছে এমন সংবাদের বিত্তিতে বাঙ্গরা বাজার থানার এএসআই নুরুন্নবী ও আকতার হোসেন নেতৃত্বে একদল পুলিশ হায়দরাবাদ বাজারে অভিযান চালিয়ে জামিলা ভ্যারাইটিজ ষ্টোর এর সামনে থেকে ১লক্ষ ৩৯হাজার টাকা মূল্যের জাল নোটসহ মোসলেমকে আটক করে থানায় নিয়ে আসে।
এব্যাপারে বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোয়াজ্জেম হোসেন বলেন, আটকৃতের বিরুদ্ধে ১৯৭৪ সনের বিশেষ ক্ষমতা আইনের ২৫ ক (খ) ধারায় মামলা দায়ের করে রোববার দুপুরে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।