মাহবুব আলম আরিফ, বিশেষ প্কুরতিনিধিঃ
মিল্লার মুরাদনগর উপজেলায় একাধিক মামলার আসামী মাদক স¤্রাট গোলাম কিবরিয়া ও তার দুই সহযোগীকে ১০ কেজি গাঁজাসহ গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের সাথে থাকা একটি মোটরসাইকেল জব্দ করাহয়।
বৃহস্পতিবার রাতে উপজেলার নবীপুর পূর্ব ইউনিয়নের নগরপাড় এলাকা থেকে তাদেরকে গ্রেফতার কওে মুরাদনগর থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো, উপজেলার নবীপুর পশ্চিম ইউনিয়নের পৈয়াপাথর গ্রামের মৃত জীবন মিয়ার ছেলে গোলাম কিবরিয়া(৩৪), একই গ্রামের মোঃ ফারুক মিয়ার ছেলে রাসেল(২৮) ও আবুল হাশেমের ছেলে জুয়েল(৩০)।
পুলিশ সূত্রে জানা যায়, বি-বাড়িয়া জেলার কসবা থানা থেকে মটরসাইকেল করে একটি মাদকের চালান মুরাদনগর উপজেলার কোম্পানীগঞ্জ এলাকার নগরপাড়ে আসছে এমন গোপন সংবাদের ভিত্তিতে মুরাদনগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ মোকাদ্দেস হোসেন এর নেতৃত্বে এসআই মোঃ জালাল উদ্দিন, হামিদুল ইসলাম ও এএসআই মোঃ হানিফসহ মুরাদনগর থানার একদল পুলিশ নগরপাড় এলাকায় অভিযান চালায়। এসময় মোটরসাইকেলে করে কসবা থেকে নিয়ে আসা ১০ কেজি গাঁজাসহ একাধিক মামলার আসামী গোলাম কিবরিয়া, তার দুই সহযোগী রাসেল ও জুয়েল কে গ্রেফতার করা হয়।
এবিষয়ে মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সাদেকুর রহমান জানান, উপজেলার নগরপাড় এলাকায় অভিযান চালিয়ে বহু চেষ্টার পর একাধিক মামলার আসামি মাদক স¤্রাট গোলাম কিবরিয়া ও তার দুই সহযোগীকে ১০ কেজি গাঁজাসহ গ্রেফতার করা হয়েছে। শুক্রবার দুপুরে বিজ্ঞ আদালতের মাধ্যমে তাদেরকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।