মো: নাজিম উদ্দিনঃ
কুমিল্লা মুরাদনগর উপজেলায় ১২৫ক্যান বিয়ারসহ মহসিন(২০) নামের এক যুবককে আটক করেছে মুরাদনগর থানা পুলিশ।
শুক্রবার রাতে কুমিল্লা-সিলেট মহাসড়কের কোম্পানীগঞ্জ এলাকার কলেজ সুপার মার্কেটের সামনে থেকে তাকে আটক করা হয়। শনিবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়।
আটককৃত মাদক ব্যাবসায়ী উপজেলার পৈয়াপাথর গ্রামের নবী হোসেনের ছেলে।
পুলিশ সুত্রে জানা যায়, কুমিল্লা-সিলেট মহাসড়কের কোম্পানীগঞ্জ এলাকার কলেজ সুপার মার্কেটের সামনে মাদক পাঁচারকারী চক্রের একটি দল বিপুল পরিমান মাদক দ্রব্যসহ অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে মুরাদনগর থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) রোকনের নেতৃত্বে একদল পুলিশ শুক্রবার সন্ধ্যায় সেখানে অভিযান চালিয়ে ১২৫ক্যান বিয়ারসহ মাদক ব্যবসায়ী মহসিনকে আটক করে।
এব্যাপারে মুরাদনগর থানার অফিসার ইনর্চাজ (ওসি) কেএম মনজুর আলম বলেন, আটককৃতের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করে শনিবার দুপুরে বিজ্ঞ আদালতের মাধ্যমে কুমিল্লা জেল-হাজতে প্রেরণ করা হয়েছে।