মো. হাবিবুর রহমান, বিশেষ প্রতিনিধিঃ
কুমিল্লার দক্ষিণ মুরাদনগর কল্যাণ সমিতির উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত ১২৮জন শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে উপজেলার বাঁশকাইট পি.জে উচ্চ বিদ্যালয় মাঠে ওই সংবর্ধণা অনুষ্ঠান হয়।
সমিতির সভাপতি ইঞ্জিনিয়ার এনামুল হক খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে মেধাবী শিক্ষার্থীদের ক্রেষ্ট ও পুরস্কার তুলে দেন, উপজেলা চেয়ারম্যান ড. আহসানুল আলম সরকার কিশোর।
সমিতির সহ-সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার মোতাহার হোসেন ও ইঞ্জিনিয়ার এ আই অনিকের যৌথ উপস্থাপনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, পাহাড়পুর ইউপি চেয়ারম্যান আবদুস ছামাদ মাঝি, সমিতির উপদেষ্টা ও সাবেক জেলা শিক্ষা কর্মকর্তা আব্দুর রশিদ, সহ-সভাপতি ইঞ্জিনিয়ার মোখলেছুর রহমান, সাধারণ সম্পাদক ডা: এএফএম কামাল উদ্দিন সেলিম, জাহাপুর কলেজের অধ্যক্ষ আব্দুল হক পাটোয়ারী, বাঁশকাইট হাইস্কুলের প্রধান শিক্ষক আব্দুল মতিন ও পাঁচপুকুরিয়া হাইস্কুলের প্রধান শিক্ষক আনোয়ার হোসেন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন, সমিতির সাংগঠনিক সম্পাদক কায়কোবাদ হোসেন, অর্থ সম্পাদক আলী হোসেন খান, শিক্ষা বিষয়ক সম্পাদক শাহজালাল খান সামস, প্রচার সম্পাদক কাইয়ুম হোসেন ভুইয়া, প্রকাশনা সম্পাদক ফরিদ উদ্দিন ও নির্বাহী সদস্য ইয়াছিন মোল্লা প্রমুখ।
উল্লেখ্য, দক্ষিণ মুরাদনগর কল্যাণ সমিতি দীর্ঘদিন যাবত বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণসহ বিভিন্ন সমাজকল্যাণমূলক কার্যক্রম পরিচালনার মাধ্যমে ব্যাপক সুনাম অর্জন করছে।