বেলাল উদ্দিন আহাম্মদ, বিশেস প্রতিনিধিঃ
মুরাদনগর উপজেলার মাধ্যমিক স্কুল, কলেজ ও আলিয়া মাদ্রাসা সহ প্রায় ১৩০টি শিক্ষা প্রতিষ্ঠানে সন্ত্রাস, নাশকতা ও জঙ্গীবাদ বিরোধী সচেতনতা সৃষ্টি ও শিক্ষার্থীদের শিক্ষা প্রতিষ্ঠানে নিয়মিত উপস্থিতি নিশ্চিত করন বিষয়ে শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী, মসজিদের ঈমাম, গনমাধ্যম ব্যাক্তিত্ব ও সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গের সাথে মত বিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
ভবিষ্যৎ প্রজন্মকে সচেতন করার লক্ষে মুরাদনগর উপজেলা সদরের নূরুন্নাহার বালিকা বিদ্যালয়ে আলোচনা সভা বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দা হাসিনা আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন কুমিল্লা উত্তর জেলা কৃষকলীগের সাধারন সম্পাদক পার্থ সারথী দত্ত, মুরাদনগর থানার পুলিশ পরিদর্শক(তদন্ত) মো: ফজলুল কাদের চৌধুরী, বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের অভিভাবক প্রতিনিধি মো: আক্তার হোসেন সরকার, মো: জাহাঙ্গীর আলম, শিক্ষকদের মধ্যে মো: জাকির হোসেন, মো: গোলাম মোস্তফা, ইয়াছমিন আক্তার, অভিভাবকদের মধ্যে মীর হোসেন ও আবুল হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।
মুরাদনগর ডি, আর সরকারী হাই স্কুলেও অনুরুপ এক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাও: আবদুল কাদেরের সভাপতিত্বে বক্তব্য রাখেন আ’লীগ নেতা বাবু স্বপন কুমার সাহা, পার্থ সারথী দত্ত, মুরাদনগর সেন্ট্রাল স্কুলের প্রধান শিক্ষক মোছলেহ উদ্দিন খান, মুরাদনগর থানার পুলিশ পরিদর্শক মো: ফজলুল কাদের চৌধুরী শিক্ষকদের মধ্যে চিরন্জীত রায়, মনির হোসেন খান, সৈয়দা হাসিনা আক্তার, গোলাম হাক্কানী ছাত্রদের মধ্যে আসিফ আনোয়ার, সাইমুম হোসাইন সোহান ও দিদারুল ইসলাম প্রমুখ।
এ বিষয়ে মুরাদনগর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মনসুর উদ্দিন জানান উপজেলার ১৩০টি মাধ্যমিক স্কুল, কলেজ ও আলিয়া মাদ্রসায় সন্ত্রাস, নাশকতা ও জঙ্গীবাদ বিরোধী সচেতনতা মুলক সভা অনুষ্ঠিত হয়েছে।