মো: অারিফুল ইসলাম, স্টাফ রির্পোটার, মুরাদনগর:
কুমিল্লা মুরাদনগর উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে ১৩ কেজি গাজাঁসহ আবুল কালাম নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
আটককৃত ব্যবসায়ী কুমিল্লা জেলার কোতয়ালী থানার আড়াইওড়া গ্রামের মৃত আ: মাশুক মিয়ার ছেলে আবুল কালাম(২৮)।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টায় মুরাদনগর-রামচন্দ্রপুর সড়কের করিমপুর বাজার এলাকা থেকে আটক করে মুরাদনগর থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, মুরাদনগর-রামচন্দ্রপুর সড়ক হয়ে রামচন্দ্রপুর উদ্দের্শে একটি মাদকের চালান যাচ্ছে এমন গোপন সংবাদের বিত্তিতে মুরাদনগর থানার এএসআই কামাল হোসেনেরে নেতৃত্বে একদল পুলিশ করিমপুর বাজারস্থ মুরাদনগর-রামচন্দ্রপুর সড়কে চেকপুষ্ট বসিয়ে বিভিন্ন যানবাহনে তল্লাসি কালে ১৩ কেজি গাজাঁসহ ব্যবসায়ী আবুল কালামকে আটক করে পুলিশ।
এ বিষয়ে মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম বদিউজ্জামান বলেন, আটককৃতের বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে। তাকে বৃহস্পতিবার দুপুরে কুমিল্লা জেল হাজতে প্রেরন করা হয়েছে।