মো: মোশাররফ হোসেন মনির, ১৪ ডিসেম্বর (মুরাদনগর বার্তা ডটকম):
কুমিল্লার মুরাদনগর উপজেলার ১৩ টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ভবন দীর্ঘদিন যাবৎ ঝূকিপূর্ন অবস্থায় রয়েছে। এতে সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রশাসনিকসহ শিক্ষা কার্যক্রম চলিয়ে যাওয়ায় যে কোন সময় দূঘর্টনার আশঙ্কা রয়েছে।
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, বহুবার বিদ্যালয় গুলোর অবস্থা কুমিল্লা জেলা প্রাথমিক শিক্ষা অফিসকে জানানোর পরও কোন ব্যবস্থা না নেওয়ায় ঝূকিতেই শিক্ষকরা শিক্ষার কার্যক্রম চালিয়ে যাচ্ছে। কিছু স্কুলের ভবন বেশি র্ঝকিপূর্ন হওয়ায় শিক্ষার কার্যক্রম যেন বন্ধ না হয়, সে জন্য কমিটি ও এলাকার লোকজনের সহযোগিতায় টিনের ঘড় নির্মান করে পাঠদান কার্যক্রম চালিয়ে যাওয়া যাচ্ছে।
ঝুকিপূর্ন বিদ্যালয় গুলো হলো, রামপুর দক্ষিন প্রাথমিক বিদ্যালয়, ফুলঘর প্রাথমিক বিদ্যালয়, উত্তর ঘোড়াররশাল প্রাথমিক বিদ্যালয়, বলৌবদি প্রাথমিক বিদ্যালয়, নরসিংহপুর প্রাথমিক বিদ্যালয়, শুশুন্ডা উত্তর প্রাথমিক বিদ্যালয়, কোরেরপাড় প্রাথমিক বিদ্যালয়, গনিপুর প্রাথমিক বিদ্যালয়, কুরুন্ডী প্রাথমিক বিদ্যালয়, গাইডুলি প্রাথমিক বিদ্যালয়, ইসলামপুর প্রাথমিক বিদ্যালয় ও কামাল্লা উত্তর প্রাথমিক বিদ্যালয়।
এ ব্যাপারে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এ, এন, এম মাহবুব আলম জানান, ঝুকিপূর্ন বিদ্যালয়ের অবস্থা জেলা প্রাথমিক শিক্ষা অফিসেকে লিখিত ভাবে জানানো হয়েছে, আবারও দেওয়া হবে।