মো: নাজিম উদ্দিন, বিশেষ প্রতিনিধিঃ
সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা শুরু হচ্ছে আজ। কুমিল্লার মুরাদনগর উপজেলার ২২টি ইউনিয়নে ১৪৯টি মন্ডপে আয়োজন করা হয়েছে এই উৎসবের। এই মধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে আয়োজক ও উপজেলা পূজা উদযাপন কমিটি।
প্রশাসনের পক্ষ থেকে প্রতিটি পূজা মন্ডপে আইপি ক্যামেরা স্থাপনসহ নেয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা। পূজা মন্ডপে পুলিশ ও আনসার সদস্য মোতায়েনের পাশাপাশি ভিজিল্যান্স টিম গঠন করেছে মুরাদনগর উপজেলা প্রশাসন। প্রতিটি মন্ডপের আইপি ক্যামেরা গুলো মনিটরিং করার জন্য উপজেলা পরিষদে কন্ট্রোলরুম চালু করা হয়েছে। প্রতিটি ইউনিয়নের ট্যাগ অফিসার বৃন্দকে যার যার দায়িত্ব প্রাপ্ত ইউনিয়নের পূজা মন্ডপে সার্বক্ষনিক তদারকি করার জন্য নির্দেশনা দেয়া হয়েছে। এক কথায় যেকোন প্রকার অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে নিñিদ্র নিরাপত্তা ব্যবস্থা রেখেছে প্রশাসন।
পূজা উদযাপন পরিষদ সূত্রে জানা যায়, ২০অক্টোবর ৬ষ্ঠী পূজার মধ্য দিয়ে আনুষ্ঠানিক ভাবে শারদীয় দুর্গাপূজা উদযাপন শুরু হয়ে (২৪অক্টোবর) বিজয়া দশমীর মধ্য দিয়ে উৎসবের সমাপ্তি হবে। এবছর উপজেলার ২২ টি ইউনিয়নে ১৪৯টি মন্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে।
উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রফেসার নিত্যানন্দ রায় বলেন, উৎসব মুখর পরিবেশে মা দুর্গাকে বরণ করার সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। এখন মন্ডপে আইপি ক্যামেরা লাগানোর কাজ চলছে। প্রতিটি মন্ডপে ক্যামেরা লাগানোতে আমরা অনেক খুশি হয়েছি। প্রশাসনের ভূমিকাও প্রশংসনীয়।
মুরাদনগর থানার অফিসার ইনচার্জ আজিজুল বারী ইবনে জলিল বলেন, পূজার নিরাপত্তার জন্য আমরা এলাকা গুলোকে ছোট ছোট ভাগ করে পুলিশের টিম নিয়োগ করেছি। এছাড়াও মোবাইল টিম নিয়োগ করা হয়েছে। এককথায় উপজেলা ও থানা প্রশাসনের পক্ষ থেকে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে।
মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আলাউদ্দিন ভূঞা জনী জানান, এবছর ১৪৯টি পূজা মন্ডপের জন্য ৭৪.৫ মে:টন চাল প্রদান করা হয়। শান্তিপূর্ণ ভাবে পূজা উদযাপনকে ঘিরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন পর্যায়ে নিñিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহন করা হয়েছে। শুক্রবার প্রতিটি মন্ডপে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা পৌঁেছ যাবে। আইপি ক্যামেরার মাধ্যমে মনিটরিং করবে প্রশাসন। ভিজিল্যান্স টিম সার্বক্ষনিক কাজ করবে। ট্যাগ অফিসারদের দায়িত্ব দেয়া হয়েছে। নিরবিচ্ছিন্ন ভাবে পূজা উদযাপনের জন্য উপজেলা প্রশাসন নিরলস ভাবে কাজ করে যাচ্ছে।