মোঃ সুমন সরকার, বিশেষ প্রতিনিধিঃ
কুমিল্লার মুরাদনগর উপজেলায় ২০ কেজি গাজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে মুরাদনগর থানা পুলিশ।
রোববার দিবাগত রাত সাড়ে ১০টায় উপজেলা সদর বাস র্ট্রামিনাল এলাকার হোমনা সড়ক থেকে আটক করে সোমবার দুপুরে আটককৃতকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
আটককৃত মাদক ব্যবসায়ী জেলার ব্রাহ্মনপাড়া উপজেলার দুলালপুর গ্রামের জাকির হোসেনের ছেলে মো: সুজন মিয়া(১৬)।
পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার হোমনা সড়ক হয়ে একটি মাদকের চালান যাচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে মুরাদনগর থানার অফিসার ইনচার্জ সাদেকুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ মুরাদনগর সদরের বাস র্ট্রামিনাল এলাকার হোমনা রোডে চেকপুষ্ট বসিয়ে বিভিন্ন যানবাহনে তল্লাশি কালে একটি সিএনজি চালিত অটোরিক্সা তল্লাশি কালে ২০ কেজি গাজা উদ্ধার করে। এসময় সুজন মিয়া নামে একজন মাদক ব্যবসায়ীকে আটক করে। তার সাথে থাকা অপর দুই মাদক ব্যাবসায়ী দৌড়ে পালিয়ে যায়।
এ ব্যাপারে মুরাদনগর থানার অফিসার ইনচার্জ সাদেকুর রহমান বলেন, পুলিশ সুপার মো: ফারুক আহম্মেদ এর নির্দেশনায় নিয়িমিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে হোমনা রোডে অভিযান চালিয়ে গাজাসহ মাদক ব্যাসায়ীকে আটক করা হয়। সোমবার দুপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়েরের পর আসামীকে কারাগারে প্রেরণ করা হয়েছে।