শামীম আহম্মেদঃ
কুমিল্লার মুরাদনগর উপজেলার বেকার যুবক ও যুব মহিলাদের দুই মাস ব্যাপী কম্পিউটার ও নেটওয়ার্কিং বিষয়ক প্রশিক্ষণ কোর্স চালো হয়েছে। টেকনোলজি এমপাওয়ারমেন্ট সেন্টার অন হুইলস ফরআন্ডার প্রিভিলেজড রুবাল ইয়ং পিপল অব বাংলাদেশ টেকাব ২য় পর্যায় র্শীষক কারিগরি সহায়তা প্রকল্পের সহায়তায় যুব উন্নয়ন অধিদপ্তরের আওতায় আইসিটি ভ্যানে এই প্রশিক্ষ প্রধান করা হবে।
রোববার সকালে উপজেলার কবি নজরুল মিলনায়তনে শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আলাউদ্দিন ভূইয়া জনী।
এ সময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা কাজী মো: জিকারুল রহমান প্রশিক্ষক আখেরুজ জামান, উপজেলা সমাজসেবা বিষয়ক কর্মকর্তা মোঃ কবির আহম্মেদ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আব্দুল আউয়াল, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ফওজিয়া বেগম, সহকারি প্রশিক্ষক শিমুল হোসেন প্রমূখ।