সফিকুল ইসলাম, বিশেষ প্রতিনিধিঃ
কুমিল্লার মুরাদনগর উপজেলায় মহান বিজয় দিবস উপলক্ষে ৩ দিনব্যাপী বিজয় মেলার উদ্বোধন করা হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে এ মেলার আয়োজন করা হয়।
রোববার (১৪ ডিসেম্বর) সকালে মুরাদনগর উপজেলা পরিষদ চত্বরে ৩ দিনব্যাপী বিজয় মেলার শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আবদুর রহমান।
মেলা উদ্বোধন শেষে ইউএনও বিজয় মেলায় অংশ নেয়া বিভিন্ন স্টল গুলো ঘুরে দেখেন। মেলায় ১০টি স্টল অংশগ্রহণ করে। আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবসের দিন পর্যন্ত চলবে।
এ সময় উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সিরাজুল ইসলাম মানিক, বাঙ্গরা বাজার থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সফিউল আলম তালুকদার, মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর আলমসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সরকারি কর্মকর্তা ও স্থানীয় সুধীজন।
ইউএনও মোঃ আবদুর রহমান বলেন, সরকারের নির্দেশনা অনুযায়ী উপজেলা পরিষদ চত্বরে ৩ দিনব্যাপী এ বিজয় মেলার আয়োজন করা হয়েছে। বিজয়ের স্মৃতিকে ধরে রাখতেই এই মেলার উদ্যোগ নেয়া হয়েছে।
সফিকুল ইসলাম, বিশেষ প্রতিনিধিঃ 

















