মাহবুব আলম আরিফ, বিশেষ প্রতিনিধিঃn
কুমিল্লার মুরাদনগরে স্থানীয় সংসদ সদস্য ইউসুফ আব্দুল্লাহ হারুন এফসিএ’র নির্দেশনায় করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে কর্মহীন হয়ে পড়া নিম্ন আয়ের মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন কুমিল্লা উত্তর জেলা কৃষকলীগে সদস্য হেলাল উদ্দিন চৌধূরী। রবিবার দুপুরে প্রথমে মুরাদনগর কাজী নোমান আহম্মেদ ডিগ্রী কলেজ মাঠে বিতরণ শেষে উপজেলা সদর ইউনিয়নের ৯টি ওয়ার্ডে প্রায় ৫’শ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী ও ঔষধ বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত আহবায়ক মোঃ রুহুল আমিন, সদস্য জহিরুল ইসলাম জুয়েল, উপজেলা শ্রমিকলীগের সভাপতি মহসিন হায়দার, স্থানীয় মুরব্বি আবদুছ ছালাম, খোরশেদ আলম চৌধূরী, রহিম চৌধূরী, ব্যবসায়ী জহিরুল ইসলাম, খোকন সরকার প্রমূখ।
এ সময় হেলাল উদ্দিন চৌধূরী বলেন, মুরাদনগরের মাটি ও মানুষের নেতা উন্নয়নের রূপকার আলহাজ্ব ইউসুফ আব্দুল্লাহ হরুন এফসিএ মহোদয়ের নির্দেশে আমি কর্মহীন হয়ে পড়া মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছি। যতদিন এই সমস্যা থাকবে আমার নেতা ইউসুফ আব্দুল্লাহ হারুন মহোদয়ের নির্দেশে আমি খাদ্য সামগ্রী নিয়ে এসব অসহায় মানুষের পাশে আছি।