মো: মোশাররফ হোসেন মনির:
কুমিল্লা মুরাদনগর উপজেলায় এক অভিযান চালিয়ে পাচঁ কেজি গাজাঁসহ এক দম্পতিকে আটক করেছে পুলিশ।
আটকৃতরা হলো বি-বাড়িয়া জেলার কসবা থানার মৃত খোকন মিয়ার ছেলে তারা মিয়া (৬৫) ও স্ত্রী মরিয়ম বেগম (৫৫)।
বুধবার সকাল সাড়ে ১১টায় মুরাদনগর-রামচন্দ্রপুর সড়কের করিমপুর মসজিদের সামনে থেকে আটক করে মুরাদনগর থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, রামচন্দ্রপুরের দিকে একটি মাদকের চালান যাচ্ছে এমন গোপন সংবাদের বিত্তিতে মুরাদনগর থানার এসআই মো: জাহাঙ্গীর আলমের নেতৃত্বে একদল পুলিশ মুরাদনগর-রামচন্দ্রপুর সড়কের করিমপুর গ্রামের মসজিদের সামনে চেকপুষ্ট বসিয়ে বিভিন্ন যানবাহনে তল্লাসি চলাকালে পাচঁ কেজি গাজাঁসহ ঐ দম্পতিকে আটক করে।
এ বিষয়ে মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম বদিউজ্জামান বলেন, আটককৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে। বুধবার দুপুরে আটককৃতদের কুমিল্লা জেল হাজতে প্রেরন করা হয়েছে।