আরিফুল ইসলাম, স্টাফ রির্পোটার, মুরাদনগরঃ
কুমিল্লা মুরাদনগর উপজেলায় পৃথক অভিযান চালিয়ে ৬ কেজি গাজাঁসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
আটককৃতরা হলো, ঢাকা জেলার সাভার থানার কলমা গ্রামের মৃত্যু আব্দুল আলীর ছেলে সাহাব উদ্দিন(৪০), বরিশাল জেলার হিজলা থানার ছয়গা গ্রামের সাইফুল মিয়ার ছেলে সবুজ(১৯) ও কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার আলীরচর গ্রামের নোয়াব আলী মীরের ছেরে আনোয়ার মীর(৪২)।
মঙ্গলবার সন্ধায় উপজেলার পৃতক স্থানে অভিযান চালিয়ে মাদকসহ মাদক ব্যবসায়ীদের আটক করে মুরাদনগর থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, মুরাদনগর-ইলিয়েটগঞ্জ সড়ক হয়ে একটি মাদকের চালান যাচ্ছে এমন গোপন সংবাদের বিত্তিতে মুরাদনগর থানার এসআই গুফরান ও এসআই রিপন দাস নেতৃত্বে একদল পুলিশ মুরাদনগর-ইলিয়েটগঞ্জ সড়কের শুশুন্ডা নামক স্থানে চেকপোষ্ট বসিয়ে বিভিন্ন যানবাহনে তল্লাসী চলা কালে কোম্পানীগঞ্জ থেকে ছেরে আসা ত্রিশা সার্ভিসের একটি বাস গাড়ী থেকে ৬ কেজি গাজাঁসহ সাহাব উদ্দিন ও সবুজকে আটক করে পুলিশ।
অপর দিকে মুরাদনগর থানার এসআই নাজমুলের নেতৃত্বে একদল পুলিশ উপজেলার আলীরচর গ্রামে আব্দুল বাতেনের চায়ের দোকানের সামনে থেকে অভিযান চালিয়ে ৫৭ পিছ ইয়াবা টেবলেটসহ মাদক ব্যবসায়ী আনোয়ারকে আটক করে।
এ বিষয়ে মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো: আরজু জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে পৃথক দুইটি মামলা দায়ের করা হয়েছে। তাদের বুধবার দুপুরে কুমিল্লা জেল হাজতে প্রেরন করা হয়েছে।