হাবীবুর রহমান, বিশেষ প্রতিনিধিঃ
কুমিল্লার মুরাদনগর উপজেলার দীর্ঘদিনের কাঙ্খিত রাজা চাপিতলা-রামচন্দ্রপুর-পাঁচকিত্ত্বা সড়কটির প্রায় ৮ কিলোমিটার রাস্তা প্রায় ৬ কোটি টাকা ব্যয়ে সংস্কার কাজ শুক্রবার সন্ধ্যায় আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি আওয়ামীলীগ কেন্দ্রিয় কমিটির সাবেক অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক, এফবিসিসিআই’র সাবেক সভাপতি আলহাজ্ব ইউসুফ আব্দুল্লাহ হারুন এমপি।
উক্ত রাস্তা সংস্কার কাজের ফলে এ এলাকার প্রায় দেড় থেকে দুই লাখ মানুষের দীর্ঘদিনের প্রাণের দাবি বাস্তবায়ন হতে যাচ্ছে।
সংস্কার কাজের উদ্বোধন উপলক্ষে শুক্রবার সন্ধ্যায় বিঞ্চুপুর ব্রীজে এক পথসভা অনুষ্ঠিত হয়। রাস্তা সংস্কার কাজের উদ্বোধনের কথা শোনে পথসভটি জন সমাবেশে রূপ নেয়।
প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব ইউসুফ আব্দুল্লাহ হারুন এমপি বলেন, অচিরেই বাকী সড়ক গুলোর সংস্কার কাজ শুরু করা হবে। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সড়ক ও জনপথ বিভাগ কুমিল্লার নির্বাহী প্রকৌশলী মোফাজ্জল হায়দার, কুমিল্লা জেলা পরিষদ সদস্য খাইরুল আলম সাধন, উপজেলা ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম সরকার, সড়ক ও জনপথ বিভাগ কুমিল্লার উপ-বিভাগীয় প্রকৌশলী সৈয়দ হালিমুর রহমান, উপ-সহকারী প্রকৌশলী রোকন উদ্দিন খন্দকার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পার্থ সারথী দত্ত। উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও বাঙ্গরা পূর্ব ইউপি চেয়ারম্যান হাজী আব্দুল মান্নানের সভাপতিত্বে রাস্তা সংস্কার কাজের উদ্বোধনী অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন পূর্বধইর পশ্চিম ইউপি চেয়ারম্যান শরিফুল ইসলাম, বাঙ্গরা পশ্চিম ইউপি চেয়ারম্যান রুহুল আমিন, চাপিতলা ইউপি চেয়ারম্যান কাইয়ুম ভুইয়া।
যুবলীগ নেতা হুমায়ুন কবীর খানের উপস্থাপনায় উক্ত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে মুরাদনগর থানার ওসি এসএম বদিউজ্জামান, বাঙ্গরা বাজার থানার ওসি মনোয়ার হোসেন চৌধুরী, টনকী ইউপি চেয়ারম্যান জাকির হোসেন, পূর্বধইর পূর্ব ইউপি চেয়ারম্যান বণ কুমার শিব, শ্রীকাইল ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী হাজী সাগর সরকার, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আবুবকর সবুজ, স্বেচ্ছাসেবকলীগ নেতা মিয়া মোহাম্মদ মাসুম, বাঙ্গরা বাজার থানা ছাত্রলীগের আহবায়ক আবুল কালাম, উপজেলা মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের সভাপতি ওমর ফারুক দেলোয়ার, বিভিন্ন ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, কৃষকলীগ ও ছাত্রলীগসহ বিভিন্ন অঙ্গ-সংগঠণের নেতা-কর্মী ও সমর্থক এবং ওই এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন উপস্থিত ছিলেন।