মোঃ নাজিম উদ্দিনঃ
কুমিল্লার মুরাদনগর উপজেলায় ৭৭ কোটি টাকা ব্যায়ে সড়ক ও জনপথ (সওজ) এর আওতাধীন নবীপুর-শ্রীকাইল-স্বল্পা-রামচন্দ্রপুর সড়কটি সংস্কার ও প্রশস্থতা বৃদ্ধি কাজের শুভ উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে উপজেলার বিষ্ণুপুর বাজারে এই ব্যয় বহুল প্রকল্পটির শুভ উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য ইউসুফ আবদুল্লাহ হারুন এফসিএ।
এ উপলক্ষে বিষ্ণুপুর বাজারে একটি জনসভার আয়োজন করে উপজেলা আথলীগ ও সহযোগী সংগঠন। বাঙ্গরা ইউপি চেয়ারম্যান আবদুল মান্নানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা আথলীগের সাধারন সম্পাদক জাহাঙ্গীর আলম সরকার, উপজেলা পরিষদের চেয়ারম্যান ড. আহসানুল আলম সরকার কিশোর।
যুবলীগ নেতা আরিফুল ইসলাম শাহেদের সঞ্চালনায় সভায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, কুমিল্লা উত্তর জেলা আথলীগের সিনিয়র সহ-সভাপতি ম. রুহুল আমিন, কুমিল্লা উত্তর জেলা আথলীগের সহ-সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান হারুন আল রশিদ, সাবেক উপজেলা চেয়ারম্যান সৈয়দ আবদুল কাইয়ুম খসরু, সড়ক ও জনপথ কুমিল্লার নিবাহর্ী প্রকৌশলী আহাদ উল্লাহ, ইউপি চেয়ারম্যান কামাল উদ্দিন।
অন্যান্যের মাঝে আরো উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য ও সাবেক ভিপি জাকির হোসেন, কুমিল্লা উত্তর জেলা আথলীগের সাংগঠনিক সম্পাদক হেলাল উদ্দিন মজনু, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাসুকুল ইসলাম মাসুক, উপজেলা আথলীগের যুগ্ম সাধারন সম্পাদক আবুল কালাম আজাদ, ইউপি চেয়ারম্যান রুহুল আমিন, উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক ফয়সাল আহাম্মেদ নাহিদ, যুবলীগ নেতা শাহিন ভূইয়া, লিটন মিয়াসহ আথলীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ প্রমুখ।